





বলিউডের এক সময়ের সবথেকে লাস্যময়ি তারকা ছিলেন কারিশমা কাপুর। ৯০ এর দশকে তিনি






রূপালী পর্দায় বিচরণ করেছেন বেশ উৎফুল্লভাবে। সালমান থেকে শাহরুখ কিংবা বা আমির খান






সকলের সাথেই সিনেমা করেছেন তিনি।তার ক্যারিয়ারের সিনেমা গুলো হয়েছে অনেক জনপ্রিয় আর






ব্যবসা সফল। তবে প্রতিটা টা মানুষের জীবনে থাকে এমন অনেক অজানা কথা যা বলা হয় না। তারকারাও এর ব্যতিক্রম নয়।ঠিক তেমনি কারিশমার জীবনেও ছিলো এমন কিছু অধ্যায় যা হঠাৎই প্রকাশ পেয়েছে।
স্বামীর মার খেয়ে গায়ে কালো দাগ পড়ে যেত কারিশমার। কিন্তু লোককে বুঝতে দেয়া চলবে না। তাই মেকআপ করে ঢাকতে হতো সেই দাগ। বাইরে থেকে জীবনটা জমকালো দেখালেও ভেতরে ভেতরে এমন ভাবেই দিন কেটে যেত এক সময় ভক্ত হৃদয়ে জায়গা করে নেয়া এই অভিনেত্রীর।
করিশমার আইনজীবী ক্রান্তি সঙ্গে বলেন, কারিশমার ছেলের তখন ছয় মাস, সে অসুস্থ। স্বামীর সঙ্গে আমেরিকায় যাওয়ার কথা ছিল তার। কিন্তু অসুস্থ ছেলেকে ফেলে আমেরিকা যাওয়া সেই মুহূর্তে কারিশমার পক্ষে মোটেও সম্ভব ছিল না। ওই অবস্থায় কারিশমাকে ফেলে রেখে সঞ্জয় রেগে গিয়ে একাই চলে যান সেখানে। ছেলে একটু সুস্থ হলে কারিশমা সেখানে পৌঁছান। এমনও হয়েছে হোটেলে রাতের পর রাত ফেরেননি সঞ্জয়। কোথায় গিয়েছেন, জানানোর প্রয়োজনও মনে করেননি। ছেলে কেমন আছে সে বিষয়েও খুব একটা আগ্রহ্যও দেখাননি তিনি। এমনকি হানিমুনের সময় নাকি ভাইয়ের সঙ্গে সঞ্জয়ের আলোচনা হচ্ছিল কারিশমাকে কত টাকা আয় করে বাড়ি নিয়ে আসবেন।
এখানেই শেষ নয়। ক্রান্তির কথায়, কারিশমা আমায় বলেছিল একবার সঞ্জয় কারিশমা সঞ্জয়ের মার দেয়া একটি জামা পরতে বলেছিলেন। কিন্তু সে সময় কারিশমা অন্তঃসত্ত্বা। তাই তার গায়ে ফিট হচ্ছিল না সেই জামা। সঞ্জয় রেগে গিয়ে তার মাকে কারিশমাকে চড় মারতে বলেন। এমনকি মধুচন্দ্রিমায় গিয়ে নাকি সঞ্জয়ের এক বন্ধুর সঙ্গে ’বিশেষভাবে মেশার’ জন্যও চাপ দিয়েছিলেন কারিশমাকে, এমনটাই জানিয়েছেন ক্রান্তি।
অন্যদিকে সঞ্জয়ের পক্ষের আইনজীবী দাবি করেছিলেন সঞ্জয়ের টাকার জন্যই নাকি তাকে বিয়ে করেছিলেন কারিশমা। যদিও এই অভিযোগকে নস্যাৎ করে কারিশমার বাবা রণধীর কাপুর বলেছিলেন, সবাই জানেন আমাদের ক্ষমতা। আমরা কাপুর। আমাদের কারও কাছ থেকে টাকা নেয়ার প্রয়োজন হয় না।
রণধীর আরও যোগ করেন, ’সঞ্জয় একজন অত্যন্ত নীচ ব্যক্তি। আমি কখনওই চাইনি কারিশমা ওকে বিয়ে করুক। কারিশমার সঙ্গে বিয়ে থাকাকালেও অন্য নারীর সঙ্গে ওর সম্পর্ক ছিল।’
প্রসঙ্গত, সিনেমায় বর্তমানে তিনি একদমই অনিয়মিত। ছেড়ে দিয়েছেন বলিউড। অনেকটা আড়ালেই রয়েছেন এক সময়ের পর্দা কাপানো এই অভিনেত্রী। তার সিনেমা ক্যারিয়ারের সবথেকে ব্যবসা সফল সিনেমা আমির খানের সাথে রাজা হিন্দুস্তানি সিনেমাটি।১৯৯৬ সালে মুক্তি প্রাপ্ত এই সিনেমাটি সর্বাধিক ব্যবসা সফল সিনেমা।