Home / মিডিয়া নিউজ / মা হওয়াটা নারীর জন্য বাধ্যতামূলক নয়: মিথিলা

মা হওয়াটা নারীর জন্য বাধ্যতামূলক নয়: মিথিলা

মা হওয়াটা নারীর জন্য বাধ্য’তামূলক নয় জানিয়ে অভিনেত্রী ও মডেল রাফিয়াথ রশিদ মিথিলা

বলেছেন, একজন মহিলা নিজে সিদ্ধান্ত নেবেন, তিনি আদৌ মা হতে চান কি না। তার উপরে

সেটা চা’পিয়ে দেওয়া উচিত নয়। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক ভি’ডিওবা’র্তায় তিনি এসব কথা বলেন।

বিশ্ব মা দিবস আজ। যদিও মাকে ভালোবাসা-শ্রদ্ধা জানানোর কোনো দিনক্ষণ ঠিক করে হয় না, তবুও মাকে গভীর মমতায় স্মরণ করার দিন আজ। মায়ের জন্য বিশেষ এই দিনে মায়েদের নিয়ে অন্যরকম কিছু বলতে চাইছিলেন

মিথিলা। যা বাকিদের থেকে আলাদা। নারীর ক্ষে’ত্রে মা হওয়ার সি’দ্ধান্ত নেওয়ার স্বাধীনতারপাশাপাশি এক জন মায়ের ক্ষেত্রে তার পারিপার্শ্বিকের দায়িত্ববোধ নিয়েও তিনি কথা বললেন।

মিথিলার মতে, একজন মায়ের ‘যোগ্যতা নিয়ে প্রশ্ন না তুলে তার দায়িত্ব ভা’গ করে নেওয়া উচিত। একই সঙ্গে মাতৃত্বকে উচ্চ স্থানে বসিয়ে মায়েদের উপরে মান’সিক চা’প দেওয়াও ঠিক নয়। তিনি বলেন, মায়েদের দিকে

সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দরকার। মান’সিক এবং শা’রী’রিক সহায়তার প্রয়োজন তাদের। আর এই দায়িত্ব নেওয়া উচিত বাবাদের। শুধু তাই নয়, সমাজের কাছ থেকেও ভরসা দরকার মায়েদের।

অভিনেত্রী মনে করেন, মায়েদের ‌সুখে রাখতে হবে। তা হলেই পরের প্রজন্মকে তাঁরা সেই ‌অনুভূ’তির দিকে ঠেলে দিতে পারবেন। সন্তানদের মধ্যে দায়িত্ববোধ, মূল্যবোধ, সহানুভূতির বীজ বপন হবে এভাবেই। মিথিলা এবং

অভিনেতা-সঙ্গীতশিল্পী তাহসান রহমান খানের একমাত্র কন্যা আয়রা ৮-এ পা দিলো গত মাসেই। আয়রাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মিথিলা লিখেছিলেন, ‘তোমাকে পাওয়া আমার সৌভাগ্য। মাতৃত্বের আনন্দময় ৮ বছর’।

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.