





বলিউডে প্রতিবছর অসংখ্য সিনেমা তৈরি হয়। আরে সকল সিনেমার নায়িকাদের প্রভাব থেকে






অন্যতম। আর এই কারণে বলিউডে নায়িকাদের সংখ্যা ব্যাপক। তবে সবাই ঠিকমতো লাইমলাইট






আসতে পারেন না। কিন্তু অনেকেই আছেন যারা নিজের সৌন্দর্য আর অভিনয় দিয়ে বলিউডে রাজত্ব






করে যাচ্ছেন। এর মধ্যে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একজন নায়িকা হলেন কৃতি শ্যানন। শুরু থেকেই যিনি বলিউডে তার প্রভাব দেখিয়ে এসেছেন। একের পর এক দিয়ে গেছেন ব্যবসাসফল সিনেমা। কৃতির অভিনয় সকল মহলে সমাদৃত।সম্প্রতি তিনি জানালেন নিজের একটা আক্ষেপের কথা।
সঞ্জয় দত্তর সঙ্গে ’পানিপথ’-এ অভিনয়ের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন কৃতি শ্যানন। কিন্তু অভিনেত্রী খুবই মর্মাহত হলেন, যখন দেখলেন প্রিয় অভিনেতার সঙ্গে তাঁর কোনো অভিনয় দৃশ্য নেই। এরপর কৃতি পরিচালকের কাছে গিয়ে আবদার করেন, অন্তত একটি দৃশ্যে হলেও সঞ্জয় দত্তর সঙ্গে তিনি অভিনয় করতে চান। কৃতি বলেন, ’সঞ্জয় দত্ত আমার প্রিয় অভিনেতা। তিনি সেটে আছেন, অথচ তাঁর সঙ্গে আমার কোনো দৃশ্য নেই—বিষয়টি কোনোভাবেই মানতে পারছিলাম না। তাই পরিচালককে বলেছি, তাঁর সঙ্গে অন্তত একটি দৃশ্যে হলেও আমাকে দিন।’ পরিচালক আশুতোষ গোয়ারিকর এমন আবদার শুনে প্রথমে অবাক হন। এরপর হেসে বলেন, ’ইতিহাসেই যেখানে আহমদ শাহ আবদালির সঙ্গে কখনো পার্বতী বাঈয়ের দেখা হয়নি, কিভাবে এটা আমি পর্দায় সম্ভব করব!’
উল্লেখ্য, বলিউডের অভিষেকটা বেস জমকালো হয়েছিল কৃতি শ্যননের। টাইগার শ্রফ এর সাথে করা সিনেমা হিরোপান্তি বক্স অফিসে সাড়া ফেলেছিল ব্যাপক। এ সিনেমাতে অভিনয় সৌন্দর্য ছিল দেখার মতো। বলিউডের সৌন্দর্য তম নায়িকাদের মধ্যে প্রথম সারিতেই আছেন তিনি। হিরোপান্তি ব্যাপক সাফল্যের পর থেকে পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। এখনো করে গেছেন একের পর এক হিট সিনেমা। সম্প্রতি মুক্তি পাবে তার সিনেমা পানিপথ। ইতিমধ্যে সমালোচকদের দৃষ্টি আকর্ষণ সিনেমাটি। সমালোচক প্রকৃতির অভিনয়ের অনেক প্রশংসা করেছেন।