Home / মিডিয়া নিউজ / বাংলাদেশ-পাকিস্তান নিয়ে সিনেমা: প্রধান চরিত্রে অজয়-সুনাক্ষী, সরে দাড়ালেন পরিণীতি

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে সিনেমা: প্রধান চরিত্রে অজয়-সুনাক্ষী, সরে দাড়ালেন পরিণীতি

ক্যারিয়ারের বেশ কঠিন সময় পাড় করছেন বলিউডের অন্যতম জনপ্রিয় ও লাস্যময়ি অভিনেত্রী

পরিণীতি চোপড়া। তার হাতে এখন নেই কোন কাজ। একটা সময় লাগাতার বেশ কয়েকটি সিনেমা

প্রকাশ হলেও বর্তমানে একদমই অবসর সময় পাড় করছেন এই সুন্দরী বলিউড ডিভা। বলিউডের

সবাই তাকে স্পষ্টাভাষী মেয়ে হিসেবে চেনে তাকে। তবে তাকে নিয়ে পরিচালক-প্রযোজকদের আগ্রহ কম। অবশ্য একদম যে নেই তা নয় তবে যে ক’টি সিনেমা আসে সেগুলোতেও উল্লেখ করার মতো প্রচার পান না তিনি।
ছবির অভাবে বেশ হতাশার সময় পার করেছেন পরিণীতি। সেই কথা নিজেই গণমাধ্যমে জানিয়েছেন। অবশ্য মানসিক শক্তি দিয়ে সেই অবসাদ ও হতাশাকে কাটিয়ে উঠেছেন তিনি। বেশ কিছু নতুন সিনেমায় কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।

শোনা গিয়েছিল, তাকে ’ভুজ :দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ ছবিতে দেখা যাবে। কিন্তু সেই শোনা কথা আপাতত জলেই গেল। ছবিটি নাকি করবেন না নায়িকা।

জোর আলোচনা শুরু হয়েছে, ক্যারিয়ারের এমন কঠিন মুহূর্তে কেন সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন পরিণীতি?

জানা গেল, শুরুতে এই ছবিতে কাজের জন্যে খুবই উৎসাহী হলেও অন্য ছবির কাজের চাপে এই ছবিকে সময় দিতে পারবেন না তিনি। তাই নিজেই সরে দাঁড়িয়েছেন। বিষয়টি ছবির টিমকে বেশ আহত করেছে।

১৯৭১ সালের বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে প্রধান ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণকে। তার বিপরীতেই অভিনয় করার কথা ছিলো পরিণীতির। কিন্তু তিনি সরে যাওয়ায় আপাতত পরিণীতির জায়গায় নতুন নায়িকা খুঁজছে ছবির টিম।

এখানে আরও অভিনয় করবেন সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা, অ্যামি ভির্ক এবং প্রণীতা সুভাষ প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালে মূলত বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধ হলেও ভারতের অনেক সিনেমায় একে ভারত-পাকিস্তান যুদ্ধ হিসেবে দেখানো হয়েছে। এ নিয়ে অনেক সমালোচনাও হয়েছে।

আবারও বাংলাদেশিদের স্বাধীনতা যুদ্ধকে উপজীব্য করে নির্মিত হচ্ছে নতুন সিনেমা। কিন্তু ’ভুজ :দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ নামের ছবির গল্পে উল্লেখ করা হচ্ছে ১৯৭১ সালের যুদ্ধটি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে হয়েছিলো। ধারণা করা হচ্ছে এই ছবিটি আবারও বিতর্ক উস্কে দেবে বাংলাদেশ-ভারত ও পাকিস্তানের মানুষদের মধ্যে।

প্রসঙ্গত, ২০১১ সালে বলিউডে আগমন ঘটে পরিনীতি চোপড়ার। তার অভিনীত প্রথম সিনেমা লেডিস ভার্সেস রিকি বেহেল সে সময় সিনেমাটি বেশ ব্যবসা সফল হয়েছিলো। তবে সেখানে তেমন মুখ্য চরিত্রে ছিলেন না। তার ক্যারিয়ারের সবথেকে ব্যবসা সফল সিনেমা হচ্ছে ইশাকজাদে।এই সিনেমার মাধ্যেমে মুলত তিনি ব্যপক জনপ্রিয়তা পান এবং সবার নজরে আসেন।

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.