Home / মিডিয়া নিউজ / আমার অনুরোধ রইলো আপনাদের প্রতি : মৌসুমী

আমার অনুরোধ রইলো আপনাদের প্রতি : মৌসুমী

মৌসুমী বাংলাদেশের সব থেকে জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন অভিনেত্রী। নব্বইএর

দশকে তার মত জনপ্রিয়তা কেউ পায়নি বাংলা সিনেমায় নবাগত হিসেবে। তার ক্যারিয়ারে প্রায় সকল

সিনেমাই ব্যবসা সফল সিনেমা। এখনো অভিনয় করে যাচ্ছেন পুরোদমে। তবে এবার তার হতে চলেছে

নতুন একটি পরিচয়। বাংলাদেশ চলচিত্র শিল্পি সমিতির আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনে তিনি অংশ গ্রহন করেছেন সভাপতি প্রার্থী হিসেবে। শুরুতে তার প্যানেলে অনেকেই থাকলেও এখন কেউ নেই তার পাশে। আর তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাই লড়ে যাচ্ছেন তিনি।
নানা প্রতিবন্ধকতার পরও নির্বাচন থেকে সরে যাননি নন্দিত এই নায়িকা। মৌসুমী স্বতন্ত্র প্রার্থী হিসেবেই সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই সঙ্গে গড়তে চলেছেন ইতিহাসও। কারণ শিল্পী সমিতির ইতিহাসে তিনিই প্রথম কোনো নায়িকা বা নারী, যিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনের দিন অর্থাৎ আগামী ২৫ অক্টোবর যদি ভোটাররা মৌসুমীকে ভোট দেন তবে নতুন এক ইতিহাসের সূচনা হতে পারে। নির্বাচনের দিনটি আসার আগে মৌসুমী নির্বাচনের সব বিধি মেনেই প্রচারণা চালাচ্ছেন। প্রতিদিন সময় করে ভোটারদের কাছে ভোট চাইছেন তিনি। মৌসুমী অনায়াসে স্বীকারও করছেন অনেকের কাছে তার নিজের পক্ষ থেকে ভোটের আহ্বানে ফোন পৌঁছায়নি।

কিন্তু তিনি কথা দিয়েছেন অবশ্যই প্রত্যেক ভোটারের কাছে নিজেই ভোট চাইবেন। মৌসুমী বলেন, আমি একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনই প্রত্যাশা করছি। শিল্পীদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। প্রশাসনের সহযোগিতা চাইছি, যাতে শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট প্রদান করতে পারেন। নির্বাচন কমিশনের সহযোগিতা চাইছি। শিল্পীদের দোয়া ও ভালোবাসা আমার খুব প্রয়োজন। এই মুহূর্তে আপনারা আপনাদের দোয়া-ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না। আমার অনুরোধ রইলো আপনাদের প্রতি, আগামী ২৫শে অক্টোবর ভোটের মাধ্যমে আমাকে সমর্থন দিন, আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি শিল্পীদের আত্মসম্মানের জায়গায় দেখতে চাই, শিল্পীদের আত্মমর্যাদা রক্ষার জন্যই আমি কাজ করে যাবো ইনশাআল্লাহ।

এদিকে নির্বাচন পূর্ব সময়ের মধ্যেই মৌসুমী একটি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন। এটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ’অর্জন ৭১’।

প্রসঙ্গত,বর্তমান চলিত কমিটির সভাপতি ও সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন জায়েদ খান ও মিশা শওদাগর। এবারও তারা প্যানেল করে লড়ছেন এই নির্বাচন। আর তাদের বিপক্ষে একাই লড়ছেন মৌসুমী। শুরুতে তার পাশে ছিলেন রিয়াজ,পূর্নিমা,ফেরদৌস তায়েব।কিন্তু কোন এক অজানা কারনে তারা সরে গেছেন তার পক্ষ থেকে।

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.