Home / মিডিয়া নিউজ / আমি খুবই অবাক হচ্ছি এরকম মিথ্যাচার শুনে,সবাইকে নিজেদের মাপের মনে করে ওরা:রিয়াজ

আমি খুবই অবাক হচ্ছি এরকম মিথ্যাচার শুনে,সবাইকে নিজেদের মাপের মনে করে ওরা:রিয়াজ

শিল্পি সমিতির নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন কাদা ছাড়া-ছড়ি শুরু হয়েছে তারকাদের মধ্যে।

একে অন্যের দিকে শুরু করেছে বক্যের ছোড়া-ছড়ি। একজন দোষ চাপাচ্ছে আরেকজনের উপর।

এসব বিষয় নিয়ে বেশি মুখর রয়েছেন জায়েদ খান। মুলত তিনি একের পর এক আক্রমন করছে একেক

জনকে। এবার তিনি রিয়াজ,ফেরদৌস ও পপির বিষয় একটি নিয়ে জল ঘোলা করেছেন তিনি। এই তিন জন জনপ্রিয় তারকাদের বিরুদ্ধে টাকা নিয়ে শো করার অভিযোপগ তুলেছেন জায়েদ খান। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন চিত্রনায়ক রিয়াজ।
অস্বচ্ছল শিল্পীদের চ্যারিটি অনুষ্ঠান থেকে টাকা নেয়া প্রসঙ্গে রিয়াজ বলেন, ’আমি খুবই অবাক হচ্ছি এরকম মিথ্যাচার শুনে। আমি, ফেরদৌস বা পপি- কেউ কী ৫০ হাজার টাকা পারিশ্রমিকের শিল্পী? এমন স্বস্তা হলে তো দিনে চারটা করে শো করতে পারতাম। সবাইকে নিজেদের মাপের মনে করে ওরা?

সদ্য দেয়া সাক্ষাৎকারে জায়েদের ভাষ্য, সেই শো থেকে উঠেছিল ৮ লাখ টাকার মতো। তার মধ্যে ৪ লাখ টাকা শিল্পী সমিতির ফান্ডে জমা হয়েছে। বাকি টাকা রিয়াজ-ফেরদৌস-পপি ৫০ হাজার করে ভাগ নিয়েছেন। আর বাকী চার লাখ টাকা যারা পারফর্ম করেছে তাদের দেয়া হয়েছে।

রিয়াজ বললেন, যেটা নেয়া হয়েছে সেটা পারিশ্রমিক হিসেবে নয়। ড্রেস ও অন্যান্য বাবদ। আর তা নির্ধারণ করা হয়েছে সবাই মিলেই। পারফর্ম করেছি আমি, ফেরদৌস, পপি, অপু বিশ্বাস ও জায়েদ খান। তো আমি, ফেরদৌস ও পপি যদি ৫০ হাজার করে দেড় লাখ টাকা নিয়ে থাকি বাকি আড়াই লাখ টাকা কোথায়? সেগুলো কে নিয়েছে?’

রিয়াজ বলেন, ’মিশা সওদাগর অনুষ্ঠানেই যাননি। তাহলে মিশার টাকা নেয়ার প্রশ্ন আসে কেন?’

চিত্রনায়ক রিয়াজ আরও যোগ করেন, ’তারা বলে নানা উন্নয়নে ফান্ডের টাকা খরচ করা হয়েছে। সব মিলিয়ে দুই বছরে ৫৮ লাখেরও বেশি টাকা এসেছে। কোন খাতে কী খরচ হয়েছে আছে তার কোনো হিসেব? কমিটির সদস্যরা সে হিসেব চাইলে অন্যায়?’

প্রসঙ্গত, জায়েদ খান বর্তমান সময়ের একজন নায়ক। যদিও তার সিনেমা বেশিরভাগ সময়ে ব্যবসায়িক ভাবে অসফল তার পরও তিনি নিজেকে স্বঘোষিত সুপার ষ্টার বলে মনে করেন। বর্তমানে তিনি শিল্পি সমিতির নির্বাচনের একজন প্রতিদন্দি। এবং গত নির্বাচনে তিনি সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার প্যানেলে আছেন মিশা সওদাগরও। তবে ঠিক নির্বাচনের আগেই তার নামে আসছে বেশ গুরুতর অভিযোগ।

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.