





দিশা পাটানি হালের সবথেকে জনপ্রিয় নায়িকা। দিশা অভিনেত্রী এবং মডেল যিনি হিন্দি ও তেলেগু






চলচ্চিত্রে আর্বিভূত হয়েছেন। বর্তমানে তিনি রয়েছেন অনন্য উচ্চতায়। সালমান খানের সাথে ভারত






সিনেমাতে অভিনয় করেও পান অনেক প্রসংশা পান। এমএস ধোনী দ্যা আনটোল্ড স্টোরি দিয়ে বলিউডে






পা রাখেন দিশা এর পর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। সম্প্রতি একটি সাক্ষাতকারে তিনি তার জীবনের অজানা কিছু কথা তুলে ধরেন।
শরীরচর্চার সময় চোট পেয়ে স্মৃতি হারিয়েছিলেন বলিউডের ফিট অভিনেত্রী বলে পরিচিতি দিশা পাটানি! সম্প্রতি এবিষয়েই মুখ খুললেন তিনি। জানিয়েছেন, টানা ৬ মাস তার কিছুই মনে ছিল না।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে দিশা পাটানি জানান, একবার ট্রেনিং করার সময় কংক্রিটের ধাক্কা লেগে মাথায় আঘাত লাগে তার। তারপরই ছয় মাসের জন্য তার স্মৃতি নষ্ট হয়ে যায়। দিশা বলেন, “আমার জীবন থেকে ছ’মাস যেন হারিয়ে গিয়েছিল। কিছুই মনে ছিল না আমার।”
তবে কোনকিছুই তাকে দমাতে পারেনি। নিয়মিত জিমন্যাস্টিক্স ও মার্শাল আর্টসের অনুশীলন চালিয়ে গিয়েছেন তিনি। তার মতে আঘাত অনুশীলনেরই একটা অংশ। শ্যুটিংয়ের কাজে ব্যস্ত না থাকলে জিমন্যাস্টিক্স ও মার্শাল আর্টস নিয়েই থাকেন দিশা।
তিনি বলেন, “তিন বছর আগে জিমন্যাস্টিক্স শুরু করি আমি। জিমন্যাস্টিক্সের থেকে মার্শাল আর্টস অনেক সহজ। জিমন্যাস্টিক্সের জন্য সাহসীও হতে হয়। অনেক সময় ব্যয় করে আমি এই জায়গায় পৌঁছেছি। প্রতিদিন এগুলো অনুশীলন করতে হয়। আঘাত লাগলে তবেই কোথাও পৌঁছনো যায়।”
প্রসঙ্গত, ২০১৫-সালে দিশা ক্যাডবেরি ডেইরি মিল্ক এর বিজ্ঞাপনে অংশগ্রহণ করেন যেটি তাকে ব্যাপক পরিচিত করে। তার চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০১৫-এ পুরি জগন্নাথের পরিচালিত লোফার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। এর পর ২০১৬-এ তিনি টাইগার শ্রফের সঙ্গে “বেফিকরা” নামের একটি গানের ভিডিওতে অংশগ্রহণ করেন।তার এর পরবর্তী চলচ্চিত্র হচ্ছে এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি। এম.এম ধনি বায়োপিকে তার অভিনয় ব্যাপকভাবে সমাদৃত হয় এবং বক্স অফিসেও ব্যাপক সাফল্য লাভ করে চলচ্চিত্রটি।