Home / মিডিয়া নিউজ / শোক-দুশ্চিন্তা কাটিয়ে উঠতে স্ব-পরিবারে ভ্রমনে কাজল-অজয় দম্পতি

শোক-দুশ্চিন্তা কাটিয়ে উঠতে স্ব-পরিবারে ভ্রমনে কাজল-অজয় দম্পতি

অজয়দেবগন ও কাজল দম্পত্তি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ১৯৯৯ সালে। এর পরই তাদের ঘর আলো

করে আসে এক কন্য সন্তান ও একটি পুত্র সন্তান। বলিউডের সবথেকে সুখি দম্পত্তিও বলা হয় তাদের।

সম্প্রতি অজয়-কাজলের পরিবারের উপড় দিয়ে বয়ে গেছে একের পর এক শোকের বার্তা। বলা যেতে

পারে তাদের পরিবারের কাছে গত মাসটা ছিলো খারাপ সংবাদের মাস। একমাস আগে বাবা হারিয়েছেন অজয় দেবগন। ঠিক তার পর পরই আবার কাজলের মা তনুজা অসুস্থ হয়ে পড়েন। শোক-দুশ্চিন্তা যেন ঘিরে ফেলে তাদের।
তাই এবার শোক-দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে মানসিক প্রশান্তির জন্য সন্তানদের নিয়ে ভ্রমণে গেলেন অজয়-কাজল।

এখন তারা বেড়াচ্ছেন প্রকৃতির কাছাকাছি, পাহাড়ি কোনো অঞ্চলে। নিজেদের সুন্দর মুহূর্তের ছবিগুলো নিজের ইনস্টাগ্রামে দিয়েছেন কাজল। যদিও কোথায় বেড়াতে গেছেন, সেটা জানাননি তিনি।

পারিবারিক সুন্দর মুহূর্তের বেশ কয়েকটি ছবি দিয়েছেন কাজল। যেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে, কোনো এক পাহাড়ি এলাকায় বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে ছেলে যুগকে নিয়ে জলবিলাস করছেন অজয় দেবগন। আরেকটি ছবিতে দুই ছেলেমেয়েকে নিয়ে কাজল দম্পতি বড় রাস্তার পাশে। গাড়ির পাশে পুরো পরিবার বন্দী ক্যামেরায়। কাজল, অজয় দেবগন এবং তাদের মেয়ে নিশা দেবগন ও ছেলে যুগ দেবগন। ছবিতে দেখা যাচ্ছে, অজয়ের গায়ে নীল শার্ট ও কালো জিনস। কাজল পরেছেন নীল রঙের জাম্পস্যুট। কন্যা নিশার পরনে বর্ণিল টি-শার্ট ও কালো জিনস। আর যুগ পরেছে মিলিটারি সবুজ টি-শার্ট ও ধূসর হাফপ্যান্ট। ছবিতে অন্যরা হাস্যোজ্জ্বল হলেও অজয় বরাবারের মতোই গম্ভীর।

এই নির্জনতার শতভাগ উপভোগ করতে চাইছেন কাজল। কেননা অবস্থান না জানিয়ে ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করে কাজল লিখেছেন, \’চারপাশের এত উজ্জ্বলতা নিয়ে ভাবছি…কোনো এক পাহাড়ের কোলে।\’

ইনস্টাগ্রামে এই দুটি ছবির আগে নিজের একটি একক ছবি পোস্ট করেছেন কাজল। যেখানে সানগ্লাস চোখে, হলুদ জামা গায়ে হাস্যোজ্জ্বল কাজলকে দেখা যাচ্ছে। ছবিটি তুলেছে তাঁর প্রিয় আলোকচিত্রী ছেলে যুগ দেবগন। ক্যাপশনে মা কাজল ইংরেজিতে যা লিখেছেন, তা বাংলা করলে দাঁড়ায়, \’আবারও আমার প্রিয় আলোকচিত্রীর কাজ। …আমাকে সুন্দর দেখাতে ওর পরিশ্রমের শেষ নেই!\’

সুইমিংপুলে ছেলে যুগ দেবগনকে নিয়ে অজয়ের জলবিলাস। ছবি: ইনস্টাগ্রামে থেকে নেওয়া
১৯৯৯ সালে বিয়ে করেন অজয় দেবগন ও কাজল। এর আগে বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজও করেছেন তিনি।। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সাইফ আলী খানকেও। ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে এ ছবি।

১৯৯৯ সালে বিয়ের পর সর্বশেষ ২০১০ সালে একটি ছবিতে একত্রে দেলহা গিয়েছিলো এই দম্পত্তিকে। নতুন খবর দীর্ঘ ১০ বছর পর এই জুটিকে খুব শিগগির \’তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র\’ ছবিতে ফের জুটি বাঁধবেন অজয়-কাজল। এ ছবিতে দেখা মিলবে সাইফ আলী খানেরও।২০২০ সালে ছবিটি মুক্তি পাবার কথা রয়েছে।

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.