





মহারাষ্ট্রের অভিনেত্রী লক্ষ্মীর জীবনটা অন্যরকম। সম্প্রতি বলিউড অভিনেতা বোমান ইরানি জানান,






মারাঠি ধারাবাহিকে অভিনয় করার পাশাপাশি অটোরিকশাও চালাচ্ছেন এই নারী।






বোমান এই অভিনেত্রীর সঙ্গে তার অটোতেই চড়েছিলেন। এ অভিনেতার মতে, লক্ষ্মী একজন সত্যিকারের হিরো!
৫৯ বছর বয়সী বোমান বৃহস্পতিবার রাতে অটো চালাতে দেখেন লক্ষ্মীকে। একটি ভিডিও ক্লিপ ধারণ করে পরে সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেন। পাশাপাশি লক্ষ্মীর জীবনের অনুপ্রেরণামূলক গল্পও তুলে ধরেন।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় বোমান চালকের আসনের পাশেই বসে আছেন।
তিনি ক্যাপশন লিখেছেন, “এই বিস্ময়কর সুপার লেডি লক্ষ্মীকে দেখুন। লক্ষ্মী মারাঠি ধারাবাহিকে অভিনয় করেন, এবং এর সঙ্গে সঙ্গেই অটোরিকশাও চালান। রিয়েল লাইফ হিরো হলেন লক্ষ্মী। আশা করি আপনিও লক্ষ্মীর রিকশাতে সফর করার সুযোগ পাবেন। এই উদাহরণগুলোই প্রকৃত শক্তির উৎস। তোমাকে নিয়ে খুব গর্বিত লক্ষ্মী। অনেক অনেক শুভকামনা।”