





চলচ্চিত্র অভিনয়ে অভিনেত্রী শাবনূরকে এখন দেখা যায় না।বদিউল আলম খোকনের ’পাগল মানুষ’






ছবিতে সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন । এরপর বেশ কয়েকবার ঘোষণা এলেও তাকে দেখা যায়নি






ক্যামেরার সামনে। চলচ্চিত্র অভিনয়ে না এলেও মাঝে মধ্যেই তিনি হাজির হন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনুষ্ঠানে। তবে শাবনূর খুব শীঘ্রই এই অভিনেত্রী বিরতি ভেঙে আবারো হাজির হতে যাচ্ছেন চলচ্চিত্র অভনয়ে। আগামী মাসেই শবনূর তার নতুন ছবির ক্যামেরার সামনে দাড়াবেন। ছবিটিতে একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করবেন গুণ এই অভিনেত্রী। তার ছাত্র-ছাত্রীর তালিকায় থাকবেন চিত্রনায়ক সাইমন সাদিক ও মডেল অভিনেত্রী পিয়া বিপাশা।
নভেম্বরে শেষের দিকে আবারো শুরু হতে যাচ্ছে ’এতো প্রেম এতো মায়া’ চলচ্চিত্রের শুটিং। ছবিটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক। এই ছবিতে অভিনয়ের পাশাপাশি শাবনূরের কন্ঠে থাকছে একটি গান। প্রথমবারের মতো নিজের ছবিতে প্লেব্যাক করেছেন এই অভিনেত্রী। ইতোমধ্যে সে গানটির রেকর্ডিংও সম্পন্ন হয়েছে রাজধানীর একটি ষ্টুডিওতে।
ছবিটি সম্পর্কে মানিক বলেন, ’গেল বছর শেষের দিকে শুরু করেছিলাম ’এতো প্রেম এতো মায়া’র শুটিং। এরইমধ্যে ছবিটির কাজ প্রায় শেষ করে ফেলেছি। আগামী মাসে আবারো ছবিটির বাকি থাকা শুটিং শুরু করবো। এই শুটিংয়ে অংশ নেবেন শাবনূর। টাঙ্গাইলে হবে ছবিটির শেষ লটের কাজ। এর আগে ঢাকা, নবাবগঞ্জ, টাঙ্গাইল ও কক্সবাজারে করেছি ’এতো প্রেম এতো মায়া’র শুটিং।’
নির্মাতা আরো বলেন, ’আরো আগেই ছবিটির কাজ শেষ করতে পারতাম। কিন্তু এরমাঝে ’জান্নাত’ নামে আমার আরেকটি ছবির শুটিং শুরু হয়েছে। ’জান্নাতে’র কাজও শেষ প্রায়। দু’একমাসের মধ্যে ছবিটি মুক্তি পাবে। এরমধ্যে ’এতো প্রেম এতো মায়া’র কাজও শেষ করবো। ছবিটিতে শাবনূরকে ভিন্ন ভাবে উপস্থাপন করা হবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে। শাবনূর ছাড়া সাইমন, পিয়াসহ অন্যান্য যেসব শিল্পী কাজ করেছেন তারা সবাই অনেক ভালো কাজ করেছেন। ’
পরিচালনার পাশাপাশি ছবিটির চিত্রনাট্য লিখেছেন মানিক নিজেই। এতে মোট পাঁচটি গান রয়েছে। গানগুলোতে কন্ঠ দিয়েছেন শাবনূর, কোনাল, বেলাল খান, এস আই টুটুল ও পড়শী।
তথ্যসূত্র: গো নিউজ ২৪