Home / মিডিয়া নিউজ / ফেসবুক লাইভে পপিকে ‘অশিক্ষিত’ বললেন শাকিল

ফেসবুক লাইভে পপিকে ‘অশিক্ষিত’ বললেন শাকিল

একসময়ে পর্দার জনপ্রিয় জুটি ও পর্দার বাইরেও বেশ সফল ছিলেন চিত্রনায়ক শাকিল ও নায়িকা

পপি। তবে সে প্রেমের বিচ্ছেদ বহু বছর আগেই ঘটে গেছে। তবে সম্প্রতি শিল্পী সমিতিওর

নির্বাচনের সময়ে দুই তারকার সাক্ষাৎ এর পর ফের গুঞ্জন উঠেছে তাদের প্রেম নিয়ে।

শাকিল খান এখন পর্দার আড়ালে থাকেন। নিজেকে সিনেমা ও মিডিয়া জগৎ থেকে গুটিয়ে নিয়েছেন তিনি। তবে পপির এখনো মিডিয়ায় বেশ আনাগোনা আছে। যার দরুন গতকিছু দিন আগে এক সাক্ষাৎকারে শাকিল খানের সঙ্গে প্রেমের বিষয় স্বীকার করেন নায়িকা পপি। তিনি একইসাথে তাদের সম্পর্কের টানাপোড়ন ও বিচ্ছেদের কথাও জানান। তবে পপির শাকিলকে নিয়ে বলা এমন মন্তব্য ক্ষুদ্ধ হয়েছেন শাকিল খান।
সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় ’সেন্স অব হিউমার’ নামের টিভি অনুষ্ঠানে পপি অকপটে স্বীকার করেছেন শাকিলের সঙ্গে সম্পর্কের কথা। তবে এসব নিয়ে এখন আর ভাবেন না এটিও স্বীকার করেন তিনি।
পপি এক প্রশ্নের উত্তরে বলেন, ’কখনো কোনো হিরোর প্রেমে পড়িনি। ফার্স্টে একবার একজনের সাথে নায়ক শাকিল খান এর সাথে প্রেম করেছিলাম। ওইটা আমার ব্যাড এক্সপেরিয়েন্স ছিলো। এটা আমার বলতে সমস্যা নেই।’
তিনি শাকিল খান সম্পর্কে বলেন, ’শাকিল আমার জন্য সঠিক মানুষ ছিলো না। আমি যতোটুকু জানি শাকিলের অনেকগুলো প্রেম ছিলো, অনেকগুলো বিয়েও ছিলো। তাদের সাথে সে কমফোর্টেবল ছিলো। অনেকের সাথে তার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, এভাবে অনেকগুলো পর্ব গেছে। তবে এসব জানা পর আমি আর কন্টিনিউ করিনি।’
পপির বক্তব্যের প্রতিবাদ করে শাকিল তার স্ত্রীকে নিয়ে ফেসবুক লাইভে এসেছেন। সেখানে তিনি পপির নাম বলেননি তবে এটি স্পষ্টত যে কথাগুলো ছিল পপির কথার জবাব।
শাকিল বলেন, ’একটি অশিক্ষিত মানুষই এ ধরনের কথা বলতে পারে, শিক্ষিত মানুষ নয়। অশিক্ষিত মানুষ দেশকে কিছু দিতে পারেনা, অপপ্রচারই তার প্রমাণ।’
সেই ভিডিও বার্তায় শাকিলের স্ত্রীও কথা বলেন। তিনি জানান, তারা সন্তান ও পরিবার-পরিজন নিয়ে ভালো আছেন। ভক্তদের এসব অপপ্রচারে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। কেন এমন মিথ্যা কথা বলে শাকিলকে ছোট করার প্রয়াস চলছে সে বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
পপির ভাষ্যমতে, ’প্রত্যেকের জীবনে ধাক্কা খাওয়ার প্রয়োজন রয়েছে। তাতে ভবিষ্যতে সতর্ক থাকা যায়। শাকিলের সঙ্গে আমার প্রেম তেমনই একটি ধাক্কা।’
উল্লেখ্য, একসময় এই জুটির প্রেমের সম্পর্ক নিয়ে বেশ কানাঘুষা হয়েছে। অনেকের দাবি সে সময়ে এই দুজন বিয়েও করেছিলেন। যদিও শাকিল খান গণমাধ্যমে সেটি স্বীকার করেছিলেন কিন্তু সাড়া দেননি পপি। -বিডিমর্নিং

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.