Home / মিডিয়া নিউজ / ‘সবার আদরে বড় হচ্ছে প্রিন্স’

‘সবার আদরে বড় হচ্ছে প্রিন্স’

শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম এখন ফেরদৌস আর পূর্ণিমার কোলে। আজ ২৩ জুলাই

রোববার সকালে এই ছবিটি দিয়ে অপু বিশ্বাস ফেসবুকে লিখেছেন, ’সবার আদরে বড় হচ্ছে প্রিন্স’।

এখন তারা সবাই ব্যস্ত মহড়া নিয়ে। আগামীকাল ২৪ জুলাই বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেওয়া হবে ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

অপু বিশ্বাস বলেন, ’তিন মিনিট করে তিনটি গানের সঙ্গে পারফর্ম করব আমি ও ফেরদৌস।’ সেই মহড়ার ফাঁকেই আব্রামের সঙ্গে ছবি তুলেছেন তারা। এখন চলছে চূড়ান্ত মহড়া। জানা গেছে, এবার পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা। চলচ্চিত্রের বিভিন্ন গানের সঙ্গে নাচে অংশ নেবেন রিয়াজ, পপি, ফেরদৌস, অপু বিশ্বাস, জায়েদ খান, আইরিন, সাইমন ও নিপুণ। অন্যরকম পরিবেশনা নিয়ে হাজির হবেন মিশা সওদাগর ও বাপ্পি।

এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানটি সমন্বয় করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, চিত্রপরিচালক কবিরুল ইসলাম রানা, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ এবং নৃত্য পরিচালক মাসুম বাবুল। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.