





ঢাকাই সিনেমার নতুন জুটি সঙ্গীতশিল্পী শেখ সাদী ও নবাগত অভিনেত্রী অনামিকা। আবু তাওহীদ






কিরণের পরিচালনায় ‘সংশয়ী’ সিনেমায় তারা জুটি হয়েছেন। অনামিকা এর আগে মাবরুর রশীদ






বান্নার ওয়েব সিরিজে ‘সি ফর কোচিং’-এ অভিনয় করেছিলেন। সিনেমায় এবারই প্রথম। অন্যদিকে, শেখ সাদী বাংলাদেশের তরুণ-তরুণীদের প্রিয় একজন সঙ্গীতশিল্পী। এর আগেও অনেক নাটক এবং সিনেমায় কাজ করার প্রস্তাব পেয়েছিলেন তিনি; কিন্তু কিরণের সিনেমার গল্প এবং তার চরিত্র শেখ সাদীর ভালো লাগায় সিনেমাতে কাজ করতে যাচ্ছেন।
আগামী ১৮ জুন থেকে এই সিনেমার শুটিংয়ে অংশ নেবেন সাদী-অনামিকা। এতে সাদী অভিনয় করবেন অনি চরিত্রে এবং অনামিকা অভিনয় করবেন দিবা চরিত্রে। এদিকে, শেখ সাদী প্রথমবারের মতো কর্ণিয়ার সঙ্গে একটি গান গেয়েছেন। গানের শিরোনাম ‘ইচ্ছে হলে’। গানটির জন্য বেশ সাড়া পাচ্ছেন সাদী ও কর্ণিয়া।