





দেশের নামকরা ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত। মাঝে মধ্যে মিউজিক ভিডিও ও






বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে। এবার প্রথমবারের মতো অভিনয় করলেন নাটকে। নির্মাতা সাফায়েত মনসুর রানার ’অ্যাওয়ার্ড নাইট’ নামে একটি নাটকে দেখা যাবে তাকে। এতে তিনি একজন উপস্থাপনের চরিত্রে অভিনয় করেছেন। ঈদের পঞ্চমদিন শুক্রবার সাড়ে এগারোটায় জিটিভিতে প্রচারিত হবে এটি।
তিনি জানালেন, সাফায়েত রানা দীর্ঘদিন ধরেই চাইছিলেন কাজটা করি। আমিও দায়িত্ববোধ থেকেই নাটকটি করেছি। দেশে অনেক অ্যাওয়ার্ডই এখন বিক্রি হয়। সেই বিষয়গুলোকেই ব্যাঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে নাটকে।’
রাজধানীর আগারগাঁওয়ে শেরে বাংলা নগরে জাতীয় গ্রন্থাগার এলাকায়সহ বিভিন্নও লোকেশনে নাটকটির দৃশ্যধারণ হয়েছে। এতে হিল্লোল, নওশীন, অপর্ণা ঘোষ, জয়রাজসহ আরও অনেকে অভিনয় করেছেন।