Home / মিডিয়া নিউজ / নাটকে জাফরউল্লাহ শারাফাত

নাটকে জাফরউল্লাহ শারাফাত

দেশের নামকরা ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত। মাঝে মধ্যে মিউজিক ভিডিও ও

বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে। এবার প্রথমবারের মতো অভিনয় করলেন নাটকে। নির্মাতা সাফায়েত মনসুর রানার ’অ্যাওয়ার্ড নাইট’ নামে একটি নাটকে দেখা যাবে তাকে। এতে তিনি একজন উপস্থাপনের চরিত্রে অভিনয় করেছেন। ঈদের পঞ্চমদিন শুক্রবার সাড়ে এগারোটায় জিটিভিতে প্রচারিত হবে এটি।

তিনি জানালেন, সাফায়েত রানা দীর্ঘদিন ধরেই চাইছিলেন কাজটা করি। আমিও দায়িত্ববোধ থেকেই নাটকটি করেছি। দেশে অনেক অ্যাওয়ার্ডই এখন বিক্রি হয়। সেই বিষয়গুলোকেই ব্যাঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে নাটকে।’
রাজধানীর আগারগাঁওয়ে শেরে বাংলা নগরে জাতীয় গ্রন্থাগার এলাকায়সহ বিভিন্নও লোকেশনে নাটকটির দৃশ্যধারণ হয়েছে। এতে হিল্লোল, নওশীন, অপর্ণা ঘোষ, জয়রাজসহ আরও অনেকে অভিনয় করেছেন।

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.