





কাজ সেরে সেখান থেকে গত বুধবার অটো রিকশা ধরে বাড়ি ফেরেন সালমান। একেবারে আম






আদমির মতোই। আর সালমানের সেই অটোয় চড়ে বাড়ি ফেরার ছবি ছড়িয়ে পড়েছে।






ওইদিন মেহবুব স্টুডিওতে সালমানের উপস্থিতির খবর পেয়ে ক্যাটরিনা আসেন তাঁর সঙ্গে দেখা করতে। তবে সালমান অত্যন্ত ব্যস্ত থাকায় তিনি বিশেষ কথা বলতে পারেননি ক্যাটরিনার সঙ্গে। তবে তাঁকে তিনি গাড়িতে তুলে দেন। তারপর নিজে অটো ধরে ফিরে আসেন নিজের বাড়িতে।
সালমানকে অটোতে দেখে তাঁর সেই ছবি ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। অটো চালকের মুখে হাসি ধরছিল না। তাঁকে দেখে মনে হচ্ছিল একদিনেই তিনি যেন সেলিব্রিটি অটোওয়ালা হয়ে গেছেন।
এমনিতে মেহবুব স্টুডিও থেকে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট যত দূরে, তাতে ভাড়া হওয়া উচিত ৫০ টাকা। কিন্তু সালমানের তো দরাজ হস্ত। ঝপ করে পকেট থেকে ১০০০ টাকা বের করে দেন তিনি।