





এবার বিজ্ঞাপনে ফাটিয়ে দিলেন অভিনেতা ফজলুর রহমান বাবু। গুণী অভিনেতা বাবু এর আগে






তার অভিনয়গুণে মুগ্ধ হয়েছিল দর্শক। এবারও তার ব্যতিক্রম হলো না। কিছুদিন আগে ’অজ্ঞাতনামা’






চলচ্চিত্রে অভিনয় করে নিজের সুনাম ও সম্মানের মুকুটে নতুন পালক যুক্ত করলেন। এবার আবার






একটি টিভিসিতে অভিনয় করে তার সেই প্রতিভার ঝলক দেখালেন। ত্যাগের মাস রোজার মাস।






কিন্তু প্রতিটি উৎসবে বাবারা প্রতিনিয়তই ত্যাগ করে থাকেন। ত্যাগ করেই যেন বাবারা আনন্দ পান। তাই উৎসবগুলো মূলত বাবাদের ত্যাগেই যেন আরো পরিপূর্ণতা পায়। এমন অসংখ্য বাবার ত্যাগ মিশে আছে বাংলার ঘরে ঘরে। ঈদের খুশি মহিমান্বিত হোক সেই সব বাবাদের ত্যাগের উপলব্ধিতে। এমন মূলভাবনা নিয়ে বিজ্ঞাপনচিত্রটি তৈরি করেছে অলিম্পিক এনার্জি প্লাস। এতে মডেল হয়েছেন ফজলুর রহমান বাবু। সম্প্রতি এটি অনলাইনে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞাপনচিত্রটি তৈরি করেছেন রিসালাত শামীম অমি।
তিন মিনিট আটান্ন সেকেন্ডের বিজ্ঞাপনটি অনলাইনে প্রচার হতেই শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন ফজলুর রহমান বাবু। তার অভিনয় গুণেই যেন বিজ্ঞাপনটি জীবন্ত হয়ে উঠেছে। তার ফেসবুক টাইম লাইনে সবাই তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানাচ্ছেন। তার অভিনয়ের প্রশংসা করছেন।