Home / মিডিয়া নিউজ / পরিচালকের সাথে ঘনিষ্ঠ অবস্থায় সাইফের মেয়ে বিস্তারিত দেখুন ……

পরিচালকের সাথে ঘনিষ্ঠ অবস্থায় সাইফের মেয়ে বিস্তারিত দেখুন ……

বলিউডে আসছেন সাইফ আলি খানের কন্যা সারা। একথা বেশ কছুদিন ধরে শোনা ‌যাচ্ছিল বটে,

তবে আপাতত কোনও খবর নেই। তবে ফিল্মে এখনও এন্ট্রি না নিলেও আবেদনময়ী সারাকে নিয়ে

মানুষের উৎসাহের কমতি নেই। বিভিন্ন কারণে বরাবরই আলোচনায় উঠে এসেছেন সুন্দরি সারা।

এরই মাঝে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বিকিনিতে সারা আলি খানের একটি ছবি ভাইরাল হয়েছে। ‌যাতে সারার সঙ্গে দেখা গেছে টেলিভিশন দুনিয়ার পরিচালক বিকাশ গুপ্তাকে। এই ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে ‌যায়, পরে অবশ্য ছবিটি ডিলিট করে দেন সারা। তবে ততক্ষণে তা ছড়িয়ে পড়েছে।

মাঝে শোনা গিয়েছিল সারা নাকি অনিল কাপুর পুত্র হর্ষবর্ধন কাপুরের সঙ্গে প্রেম করছেন। তবে পরিচালক বিকাশ গুপ্তার সঙ্গে সারার এই ছবি ভাইরাল হওয়াতে নতুন করে জল্পনা তুঙ্গে।
প্রসঙ্গত, করণ জোহরের ‍’স্টুডেন্ট অফ দ্য ইয়ার-২‍’,‍আমিরের ’ঠগস অফ হিন্দুস্তান‍’-এ সারা খানের কাজ করতে পারেন বলে শোনা গিয়েছিল। আবার এখন শোনা ‌যাচ্ছে সারা নাকি সলমান খানের বোন অর্পিতার হাবি আয়ুষ শর্মার বিপরীতে কাজ করবেন। তবে এখনও প‌র্যন্ত কোনওটাই অফিসিয়ালি ঘোষণা করা হয়নি।

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.