





ভারতের সিনেমা জগতে দক্ষিণি সিনেমার সুনাম বিশ্বজুড়ে সমাদৃত। সিনেমাপ্রেমীদের অনেকেই দক্ষিণি






সিনেমা যেমন: তামিল, তেলেগু, মালায়লাম ইত্যাদি সিনেমা দেখতে খুবই পছন্দ করেন। কেননা এ






ধরণের সিনেমায় যেমন টাকা ধালা হয়, তেমনি প্রচারের মাধ্যমে দর্শকদের আকর্ষণও করা হয়। সেই






ধারাবাহিকতায় এবার দর্শকদের আকর্ষণ করতে ১৪ কেজি সোনার লেগেঙ্গা পরে একটি সিনেমায় অভিনয় করলেন নায়িকা।






কি অবাক হলেন নিশ্চয়ই? অবাক হলেও সত্য যে, ১৪ কেজি খাঁটি সোনার লেহেঙ্গা পরেই অভিনয় করেছেন এক নায়িকা। তবে এটা কোনও ঐতিহাসিক যুগের লেহেঙ্গা নয়, একেবারে হাল আমলের। আর সেই সোনার লেহেঙ্গা পরে অভিনয় করেছেন প্রজ্ঞা জয়সওয়াল। এই খবরই এখন সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে।
ছবির নাম ‘ওং নমঃ ভেঙ্কটেশ্বরায়া’। এতে অভিনয় করছেন তেলেগু ছবির জনপ্রিয় নায়িকা প্রজ্ঞা জয়সওয়াল। এই ছবিতে তার ফার্স্ট লুক শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই ইন্টারনেটে ভাইরাল প্রজ্ঞা এবং তার পরণের সোনার লেহেঙ্গা।
ছবিটি পোস্ট করে প্রজ্ঞা লিখেছেন, ‘১৪ কিলোগ্রামের সোনার লেহেঙ্গা’। তাতেই কেল্লাফতে। সবার একটাই প্রশ্ন‚ প্রজ্ঞা কি সত্যিই ১৪ কেজি ওজনের সোনার লেহেঙ্গা পরে আছেন? যাবতীয় আলোচনা এখন তা নিয়েই। রাঘবেন্দ্র রাও পরিচালিত এই সিনেমা হরিরাম বাবা নামে এক ভক্তের জীবন কাহিনি নিয়ে নির্মিত হচ্ছে। তবে সবাই এখন আগ্রহী নায়িকার পরণের সবুজ-সোনালি লেহেঙ্গা নিয়ে।