





বহুল আলোচিত রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৫ নম্বর সিজন আসছে। গত সিজনের বিজয়ী ছিলেন






রুবিনা দিলায়েক। এই বছরের ‘বিগ বস’-এর সিজনেও বেশ কিছু চমক থাকছে। যদিও নতুন সিজনে






ঠিক কী চমক অপেক্ষা করছে তা এখনও খোলসা করে বলেননি নির্মাতারা। এরই মধ্যে নতুন সিজনের প্রোমো প্রকাশ হতেই তা ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, জঙ্গলের ভেতরে শোয়ের সঞ্চালক সালমান খানকে। তবে প্রোমোতে কেবল সালমান খানকে দেখা গেলেও কণ্ঠ শোনা গেল বলিউড অভিনেত্রী রেখার।
প্রোমোতে সালমান খান জঙ্গলে ঘুরে একটি গাছের সঙ্গে কথা বলছেন। গাছটিকে ‘বিশ্বসুন্দরী’ বলে সম্বোধন করতেও শোনা গেল। শুধু তাই নয়, গাছের কাছে আশীর্বাদও চাইলেন এই অভিনেতা। ভিডিওটি নিজের ওয়ালেও পোস্ট করেছেন সালমান। ভার্চুয়াল এই শোয়ের সঞ্চালনা করছেন পরিচালক করণ জোহর।