Home / মিডিয়া নিউজ / অভিনেত্রী প্রভা জানালেন পেছনের গল্প

অভিনেত্রী প্রভা জানালেন পেছনের গল্প

টিভি পর্দার সুদর্শনা অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মডেলিং দিয়ে শোবিজে পথচলার সূচনা

করেছিলেন। এরপর অভিনয়ে থিতু হয়েছেন। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে অভিনয় করছেন

তিনি। দেশজুড়ে ছড়িয়ে থাকা দর্শকরাও তাকে অভিনেত্রী হিসেবেই চেনেন। তবে এবার প্রকাশ্যে

এলো প্রভার অন্য এক প্রতিভা। প্রথমবারের মতো গান গেয়েছেন তিনি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করেছেন সেই গান। শিরোনাম ‘আমি শুনেছি সেদিন তুমি’। মৌসুমী ভৌমিকের গাওয়া বিখ্যাত এই গান নিজের কণ্ঠে ধারণ করে শ্রোতাদের সঙ্গে শেয়ার করেছেন প্রভা। সঙ্গে রয়েছে দৃষ্টিনন্দন ভিডিও।

অভিনেত্রী প্রভা কীভাবে গানে এলেন, কী ভেবে গান গাইলেন, সেই পেছনের গল্পটা তিনি শেয়ার করেছেন সঙ্গে। প্রভা বলেন, ‘আম্মু আমাকে গান গাওয়াতে চেয়েছিলেন ছোট বেলা থেকেই। কিন্তু গানের চর্চা করতে ভালো লাগত না আমার। তাই গান নিয়ে আর আগানো হয়নি। বন্ধুদের সামনেও যখন গুনগুন করতাম, তারা প্রশংসা করত। গান গাওয়ার উৎসাহ দিত।’

সবার উৎসাহ থেকেই গান গেয়েছেন প্রভা। তবে কাজটা ছিল পরীক্ষামূলক। কেবল নিজেকে যাচাই করার জন্য। সংগীত তারকা ইমরানের স্টুডিওতে গিয়ে আড্ডার ছলে রেকর্ড করেন গানটি। এরপর শুনে দেখলেন, মন্দ হয়নি। শ্রোতাদের সঙ্গেও শেয়ার করা যায়।

প্রভার ভাষ্য, ‘রেকর্ড করার পর গানটা শুনে মা খুব পছন্দ করেন, আবেগপ্রবণ হয়ে পড়েন। তাই ভাবলাম, ইউটিউবে প্রকাশ করি। এখন দেখা যাক, মানুষ কীভাবে নেয়।’

ভবিষ্যতে গান নিয়ে কি পরিকল্পনা আছে? এমন প্রশ্নের জবাবে প্রভা বলেন, ‘হ্যাঁ, গান নিয়ে আমার পরিকল্পনা আছে। গান করব। তবে বিস্তারিত এখনই বলতে চাই না। সময় হলে জানাবো।’

এদিকে প্রভার ইউটিউব চ্যানেলে চোখ রাখলে দেখা যায়, তার গাওয়া গানটি উন্মুক্ত করা হয়েছে গত ২২ অক্টোবর। এর ভিডিও সম্পাদনা করেছেন এসএম তুষার।

গানের ডেসক্রিপশনে প্রভা লিখেছেন, ‘অবশেষে আমার সবচেয়ে প্রিয় গানটি গাওয়ার সাহস করে ফেললাম। গানই আমার প্রথম ভালোবাসা ছিল। তবে অনেক বছর আগে গানের চর্চা ছেড়ে দিয়েছিলাম। তবে আবারও ফিরে এলাম। আশা করি, সবাই পছন্দ করবেন।’

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.