Home / মিডিয়া নিউজ / শাকিব একটা স্টুপিড তার পড়াশোনার অভাব রয়েছে: নির্মাতা আজিজুর রহমান

শাকিব একটা স্টুপিড তার পড়াশোনার অভাব রয়েছে: নির্মাতা আজিজুর রহমান

শাকিব একটা স্টুপিড তার পড়াশোনার অভাব রয়েছে: নির্মাতা আজিজুর রহমান

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক শাকিব খানকে চলচ্চিত্র নির্মাণে বিরত রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ

চলচ্চিত্র পরিচালক সমিতি। এছাড়া গণমাধ্যমে চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্য দেয়ার কথা তুলে ধরে তার বিরুদ্ধে লিগ্যাল নোটিসও দিয়েছে সংগঠনটি। চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্য দেওয়ায় শাকিবের সমালোচনা করছেন প্রায় সব পরিচালক। আর সেই সমালোচনার তালিকায় যুক্ত হলেন ’ছুটির ঘণ্টা’, ’অশিক্ষিত’, ’জনতা এক্সপেস’সহ কালজয়ী সিনেমার নির্মাতা আজিজুর রহমান।
পরিচালকদের নিয়ে শাকিব খানের মন্তব্যের বেশ কড়া ভাষায় প্রতিবাদ করেছেন তিনি। তিনি শাকিবকে ’স্টুপিড’ এবং তার পড়াশোনার অভাব রয়েছে বলে মন্তব্য করেন।

মঙ্গলবার সন্ধ্যায় পরিচালক সমিতির বারান্দায় শাকিবের সাথে পরিচালক সমিতির সাম্প্রতিক দ্বন্দ্ব নিয়ে কথা বলেন তিনি। এ সময় আজিজুর রহমান বলছিলেন, ’শাকিবের উচিতৎ হয়নি এভাবে পরিচালকদের নিয়ে মন্তব্য করা। এটা ঠিক সব পরিচালকদের মেধা সমান না। আর আজকে এ পরিচালকদের মাধ্যমেই তার এ অবস্থান।’

অপু বিশ্বাসের সাথে তার সাম্প্রতিক বিয়ের খবর উন্মোচনের দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ’তার ব্যক্তিগত রাগের কারণে তিনশ-সাড়ে তিনশ চলচ্চিত্র পরিচালককে সে ছোট করতে পারে না। যে লোক (বদিউল আলম খোকন) তাকে নিয়ে ২২টি ছবি বানিয়েছে তাকে নিয়েও এভাবে কথা বলতে পারে না।’

বিভিন্ন সাক্ষাৎকারে শাকিবের বারবার নিজেকে ’সুপারস্টার’ বলাও ভালো চোখে দেখেননি। তিনি বলেন, ’রাজ্জাক, আলমগীর, ইলিয়াস কাঞ্চনদের নিয়ে কাজ করেছি। তারাও কোনদিন পরিচালকদের এ নিয়ে এভাবে কথা বলার সাহস করেনি।’

তিনি আরও বলেন, ’ও একটা স্টুপিড! নিজেকে নিজে সুপারস্টার বলে। এটা তো সাধারণ মানুষ বলবে। নিজে নিজে স্বীকৃতি দেওয়ার কিছু নেই। বাংলাদেশে বহু শিল্পীর সুপারস্টার বলার মত যোগ্যতা ছিল, কিন্তু তারাও কোনোদিন এ কথা বলেনি।’

বিখ্যাত এ নির্মাতা বেশ ক্ষোভের সাথেই বলেন, ’শাকিব ঠিকমত লেখাপড়া করেনি, কোনরকমে চলচ্চিত্রে চলে এসেছে।’ সবশেষে তিনি বলেন, ’পরিচালক সমিতির ও শিল্পীর সমিতির একসাথে বসে বিষয়টি সমাধান করে ফেলা উচিত। শাকিব এভাবে কথা বললে অবশ্যই তার ক্ষমা চাওয়া উচিৎ।’ আজিজুর রহমান শাকিব খানকে নিয়ে ’ডাক্তার বাড়ি’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। ছবিটি ২০০৭ সালে মুক্তি পায়।taza-khobor

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.