





শাকিব খানের সঙ্গে বিয়ে ও সন্তানের কথা প্রকাশের পর অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে ফেসবুকে






স্ট্যাটাস দেন চিত্রনায়িকা বুবলী। এ নিয়ে বুবলীকে ’পাগল’ বলে অভিহিত করেছেন অপু।






জনপ্রিয় চিত্রনায়িকা অপু এক গনমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বলেন, ’আমরা স্বামী-স্ত্রী, সন্তান নিয়ে






যখন কথা বলছি, তখন তার (বুবলী) স্ট্যাটাস দেওয়ার কি দরকার ছিল? বুবলী যদি আমাদের সঙ্গে থেকে স্টার হতে চায় হোক না। এমন সময় সামনে আসতেই পারে যেদিন আমি, শাকিব কাজ করবো সেও আমাদের সঙ্গে কাজ করবে।’
তিনি আরো বলেন,’বুবলী সব সময় আমাদের পারিবারিক বিষয়ে নাক গলিয়ে যাচ্ছে। এটা হাস্যকর। আমার কাছে মনে হয় মেয়েটার মাথা ঠিক-ঠাক নেই। একবার আমি তাকে ওয়ার্নিংও দিয়েছি। ও মনে হয় ভুলে গেছে আমি শাকিবের স্ত্রী।’
তিনি বলেন, ’বুবলী পাগল, আমার স্বামীর জন্য পাগল, এজন্য আমি অনেক খুশি। শাহরুখ খানের স্ত্রী যেমন খুশি, তার স্বামীর জন্য অনেকে পাগল, আমি তেমনি খুশি আমার স্বামীর জন্য বুবলী পাগল। আমি গর্ব বোধ করি, আমার স্বামী একজন সুপারস্টার। তার জন্য মেয়েরা পাগল হবে এতেই আমি খুশি।’