





লাল রঙের লেহেঙ্গায় নববধূ বেশে ক্যামেরাবন্দি হয়েছেন ঢাকাই সিনেমার আশির দশকের জনপ্রিয়






নায়িকা রোজিনা। তবে এটি নাটক বা সিনেমার জন্য নয়। জানা যায়, একটি ফ্যাশন হাউসের জন্য বধূ সেজে ফটোশুট করেছেন রোজিনা। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘নিজেকে নতুন রূপে দেখতে ভালো লাগছে। যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। মনে হচ্ছে আশির দশকে ফিরে গেছি।’ এদিকে, চলতি বছর প্রথমবার সিনেমা পরিচালনা করেছেন তিনি। সরকারি অনুদানের সিনেমাটির নাম ‘ফিরে দেখা’। এতে অভিনয় করছেন রোজিনা, ইলিয়াস কাঞ্চন, নিরব ও অর্চিতা স্পর্শিয়াসহ অনেকে।