Home / মিডিয়া নিউজ / ফারুকী তো হুমায়ূন আহমেদ সম্পর্কে কিছুই জানেন না

ফারুকী তো হুমায়ূন আহমেদ সম্পর্কে কিছুই জানেন না

গত বছরের ১৮ মার্চ মোস্তফা সরয়ার ফারুকী প্রথম ঘোষণা দেন তিনি একটি নতুন ছবি করছেন,

নাম ’ডুব’। ওইদিন মহরতে চমক হিসেবে হাজির হন বলিউডের বিখ্যাত অভিনেতা ইরফান খান। সঙ্গে

কলকাতার পার্নো মিত্র। তার পর ভারতীয় গণমাধ্যমে প্রথম প্রকাশিত হয় ফারুকীর এ ছবির কাহিনী

বাংলাদেশের কিংবদন্তি ঔপন্যাসিক হুমায়ূন আহমেদকে নিয়ে। ইরফান খানের অন্তর্ভুক্তির চমকের চেয়ে

এ খবর আরো বড় চমক হয়ে বিরাট হইচই ফেলে দেয় মিডিয়া জগতে। ডুব নিয়ে ব্যাপক আলোচনা-বিতর্কের শুরু তখনই। হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন তখন অভিযোগ তুলে বলেন, হুমায়ূনকে নিয়ে ফারুকীর কোনো ছবি করার কথা তিনি জানেন না, ফারুকী হুমায়ূনের পরিবারের কারো কাছ থেকে সে রকম কোনো অনুমতি নিয়েছেন বলেও কোনো খবর তার কাছে নেই, তিনি বেশ জোর দিয়েই বলেন, ’হুমায়ূন আহমেদের মতো একজন কিংবদন্তিকে নিয়ে কেউ ছবি নির্মাণ করবে আর তার পরিবার কিছু জানবে না, এটা মানা যায় না।’ শাওনের এ অভিযোগের প্রত্যুত্তরে ডুব ছবির পরিচালক ফারুকী বলেন, ’ডুব’ কোনোভাবেই হুমায়ূনকে কেন্দ্র করে নির্মিত ছবি নয়।

তার পরও ডুব এবং হুমায়ূন নিয়ে আলোচনা থেমে ছিল না। হুমায়ূনের পরিবারের অন্য সদস্যরাও এ বিষয়ে মুখ খুলেছেন বিভিন্ন সময়ে। তাদের কারো কারো অবস্থান ছিল, ছবিটি আসলেই হুমায়ূনকে নিয়ে কিনা, সে ব্যাপারে তারা আগে নিশ্চিত হতে চান (যেহেতু ফারুকী জোর দিয়েই বলছেন ডুব হুমায়ূনকে নিয়ে নয়)।

মাঝখানে ছবির পোস্ট প্রডাকশনের কাজ চলেছে। এ সময়টা আলোচনা খানিকটা থিতিয়ে আসে। কিন্তু এখন ছবির সব কাজ সমাপ্ত। বিতর্কের আগুনও আবার জ্বলে উঠেছে। ডুব গত মঙ্গলবার সেন্সর বোর্ডে জমা পড়েছে। এর আগে ছবিটি যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি থেকে ছাড়পত্রও পেয়ে গেছে। আগামী কয়েক দিনের মধ্যেই ডুব সেন্সর বোর্ডের ছাড়পত্র পাবে কিনা সে সিদ্ধান্তও জানা হয়ে যাবে। নির্বিঘ্নে ডুব ছাড়পত্র পেয়ে গেলে কী ঘটবে, সে নিয়ে রুদ্ধশ্বাস অপেক্ষা আছে অনেকেরই। এ দলে ডুব নিয়ে প্রথম আপত্তি তোলা হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনও আছেন। সেই ছবি নিয়ের নানাভাবে প্রতিক্রিয়া জানান শাওন। জাতীয় দৈনিক বণিক বার্তার টকিজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রতিক্রিয়া জানান। পাঠকদের জন্য সেই সাক্ষাৎকার হুবহু তুলে ধরা হল।

প্রশ্ন: যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি থেকে ছাড়পত্র নিয়ে ’ডুব’ সেন্সর বোর্ডে গেল, তো বিষয়টি নিয়ে আপনি এখন কী ভাবছেন? মেহের আফরোজ শাওন: দেখুন, এ বিষয়ে আপাতত কোনো মন্তব্য করতে রাজি নই আমি। কয়েকটা দিন যাক, তার পর বলব। তবে ছবিটি নিয়ে শুরুতে যে অবস্থানে ছিলাম, এখনো সে অবস্থানেই অনড় আছি আমি। অবস্থান বদলের কোনো আশঙ্কা নেই।

প্রশ্ন: সেন্সর বোর্ড থেকে ছবিটি যদি ছাড়পত্র পেয়েই যায়, তাহলে আপনি কী পদক্ষেপ নেবেন?
শাওন: আমার তো মনে হয় না, একটা ছবির সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ না করেই সেন্সর বোর্ড ছাড়পত্র দিয়ে দেবে। তারা অবশ্যই দেখবে সেন্সর নীতিমালার কোনো লঙ্ঘন ছবিটি করেছে কিনা। তাদের সেই সিদ্ধান্ত না আসা পর্যন্ত তো আমাকে অপেক্ষা করতে হবে। সেন্সর বোর্ডের সদস্যরা যেহেতু ছবিটির বিতর্ক নিয়ে পুরোপুরি অবগত, সেহেতু তাদের সিদ্ধান্তের প্রতি আস্থা রাখার চেষ্টা করছি। তাদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে পরবর্তীতে কোন ধরনের পদক্ষেপ নেব।
প্রশ্ন: আইনগত কোনো ব্যবস্থা নেয়ার কথা ভাবছেন কি?

শাওন: প্রয়োজন পড়লে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। আমাদের দেশের আইনের প্রতি আমার ভরসা আছে। প্রশ্ন: এখনো কেউ নিশ্চিত নয় ’ডুব’ আদৌ হুমায়ূন আহমেদকে কেন্দ্র করে নির্মিত কিনা। তবে ধরা যাক, ছবিটি হুমায়ূন আহমেদের বায়োপিক, তাতে সমস্যা কোথায়? শাওন: আমি নিজেও বুঝতে পারছি, এটা হুমায়ূন আহমেদের বায়োপিক নয়। কিন্তু এটা নিশ্চিত, এখানে ভুলভাবে হুমায়ূন আহমেদকে দেখানো হয়েছে। তিনি যা নন, তাও দেখানো হয়েছে। আর বায়োপিক তো সেটাই, একজন মানুষ সত্যিকার অর্থেই যেমন, তাকে ঠিক তেমনভাবে দেখানো। সেখানেই আমার যত আপত্তি। প্রশ্ন: ছবিটি দেখার আগে কীভাবে এ বিষয়ে নিশ্চিত হলেন?

শাওন: সন্দেহটা তখনই করেছি, যখন দেখলাম, নির্মাতা ছবিটি নিয়ে শুরু থেকেই রাখঢাক করছেন। প্রশ্ন: মুক্তির আগে নিজের ছবি নিয়ে অনেকেই গোপনীয়তা রক্ষা করে, এটা তো স্বাভাবিক ব্যাপার। শাওন: সেটা ঠিক আছে। কিন্তু যখন জানতে পারলাম, এ ছবির সঙ্গে হুমায়ূন আহমেদ সম্পর্কিত, তখন সেটি আর স্বাভাবিক কোনো ব্যাপার থাকে না। এক্ষেত্রে তার পরিবারের সদস্যরা আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করার, অনুমতি নেয়ার ব্যাপার ছিল। কিন্তু এগুলোর কোনোটিই করা হয়নি। ফলে সেখান থেকে ধারণা করেছি, এটিতে হুমায়ূন আহমেদের সত্যিকার উপস্থাপন থাকবে না। তবে এ দেশের সাধারণ পাঠক যারা হুমায়ূন আহমেদের ভক্ত, তারা কখনই তাকে নিয়ে মিথ্যা কিছু পছন্দ করবেন না। এ রকম কিছু হলে তারা অন্তত তা মেনে নেবেন না। প্রশ্ন: ছবিটিতে তো হুমায়ূনের চমত্কার উপস্থাপন থাকলেও থাকতে পারে?

শাওন: আমার প্রশ্ন হলো, যিনি ছবিটি বানিয়েছেন, তিনি কি হুমায়ূন আহমেদ সম্পর্কে পুরোপুরি জানেন? ফারুকী তো হুমায়ূন আহমেদ সম্পর্কে কিছুই জানেন না। সেটা যদি না-ই জেনে থাকেন, তাহলে হুমায়ূনকে ১ মিনিটের ছবি বানানোর অধিকারও ফারুকীর নেই। তাতে যদি তিনি হুমায়ূনকে ’দেবতা’ হিসেবে প্রমাণ করেন, তবুও সেটা গ্রহণযোগ্য হবে না।

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.