Home / মিডিয়া নিউজ / ‘এতটাই নেশাগ্রস্ত ছিলাম যে, জুতোর মধ্যে লুকিয়ে হেরোইন নিয়ে শ্যুটিং স্পটে যেতাম’

‘এতটাই নেশাগ্রস্ত ছিলাম যে, জুতোর মধ্যে লুকিয়ে হেরোইন নিয়ে শ্যুটিং স্পটে যেতাম’

বলিউড তারকাদের জীবন যে শুধুই সুখের সাগরে ভেসে যাওয়ার জীবন নয়, তা বলিউড-ভক্তেরা

জানেন। অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়েছে তাঁদের।

সেরমকমই অনন্য এক লড়াই রয়েছে সঞ্জয় দত্তের জীবনে। এবং সেই লড়াইয়ের অনেকটা অংশই

ছিল নিজের সঙ্গে লড়াই। কারণ সঞ্জয় তাঁর যৌবনে ড্রাগের নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন। রীতিমতো চিকিৎসার মাধ্যমে নিজেকে নেশার আওতার বাইরে আনতে হয়।

সঞ্জয় দত্তের জীবনের এই অধ্যায়ের কথা ‘মুন্নাভাই’য়ের ভক্তদের অজানা নয়। কিন্তু ঠিক কতটা নেশাগ্রস্ত ছিলেন সঞ্জয়? সেই সম্পর্কে নিজেই তথ্য দিয়েছেন তিনি সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে।

একটি নামজাদা সংবাদপত্রকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘তখন ‘রকি’-র (সঞ্জয়ের অভিনীত প্রথম ছবি) শ্যুটিং চলছে। সেই সময়ে আমি এতটাই নেশায় গ্রস্ত ছিলাম যে শ্যুটিং-এর ফাঁকে ফাঁকে লুকিয়ে ড্রাগ নিতাম। যাতে কেউ দ‌‌েখতে না পায়, সেই জন্য জুতোর মধ্যে লুকিয়ে কেজি খানেক হেরোইন নিয়ে যেতাম শ্যুটিং স্পটে।’’

কিন্তু নেশার এই আবর্ত থেকে শেষ পর্যন্ত বেরিয়ে আসতে সক্ষম হন সঞ্জয়। চিকিৎসকদের সহায়তায় তিনি নেশার কবল থেকে বেরিয়ে আসেন। বিজয়ী তিনি। সত্যিই তিনি হিরো। ড্রাগের নেশাকে পরাজিত করতে পেরেছেন সঞ্জয়। -সময়ের কন্ঠস্বর

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.