





স্পষ্ট বক্তা হিসেবেই পরিচিত টালিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। তার সাহসী বক্তব্য অনেক সময়






টালিউডে আলোড়ন সৃষ্টি করেছে। তাকে নিয়ে আলোচনাও অনেক হয়। আর সেই আলোচনায় জল






ঢেলে দিলেন রুদ্রনীল নিজেই। সম্প্রতি ভারতের একটি পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন এই






অভিনেতা। সাক্ষাৎকারে মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন রুদ্রনীল।
তিনি জানিয়েছেন, কোনো মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কে যাওয়ার আগে দু’ঘণ্টা গল্প করতে হয়। তা না হলে তিনি তার সঙ্গে শারীরিক সম্পর্কে যান না।
রুদ্রনীল জানান, যাদের সঙ্গে তার সম্পর্ক ছিল তা শরীরকেন্দ্রিকই ছিল। তবে কারও সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার আগে অবশ্যই দুই ঘণ্টা তাকে গল্প করতে হয়।
তিনি জানান, তার কাছে মন এবং শরীর একই ফ্ল্যাটের দুইটা মানুষ। একজন একতলায়, অন্যজন দোতলায় থাকে।
বহুগামিতা নিয়ে নায়ক জানান, সবাই চায় ভালো থাকতে। এখন সবার কাছেই মার্কেটটা অনেক বড় হয়ে গেছে। প্রচুর অপশন। মনে ও শরীরে নিজেকে আবিষ্কার করতে উল্টোদিকের একজনকে দরকার।