Home / মিডিয়া নিউজ / আমার অভিনয়ের উপর সবার পূর্ণ বিশ্বাস ছিল : নাসরিন

আমার অভিনয়ের উপর সবার পূর্ণ বিশ্বাস ছিল : নাসরিন

অভিনয় গুণে চলচ্চিত্রে হয়তো নায়িকা হতে পারতেন তিনি। কিন্তু ভাগ্য তার প্রতি বিমুখ ছিল

বলে হয়েছেন সহ-অভিনেত্রী। ১৯৯২ সালে ‘অগ্নিপথ’ ছবির মধ্য দিয়ে রূপালি ভুবনে পা রাখেন এই

অভিনেত্রী। নব্বই দশকের প্রায় সব ছবিতেই তাকে দেখা গেছে। একটা সময় চলচ্চিত্রমহলে তার বেশ কদরও ছিল। বলছিলাম, অভিনেত্রী নাসরিনের কথা।

নাসরিনকে সবাই প্রয়াত কৌতুক সম্রাট ‘দিলদারের নায়িকা’ হিসেবেই চিনতেন। সেসময় ছবির প্রচারণায় ‘দিলদারের নায়িকা নাসরিন’ শব্দটি ব্যবহার করে মাইকিংও করা হতো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ পর্দার বাইরে আছেন এই অভিনেত্রী।

কিভাবে সময় কাটছে তার? জানতে চাইলে নাসরিন বলেন, ‘সংসার নিয়েই এখন বেশি ব্যস্ত থাকি। পাশাপাশি নিয়মিত স্টেজ শোও করা হয়। এভাবেই দিন কেটে যাচ্ছে।’

মাত্র ১২ বছর বয়য়ে চলচ্চিত্রের ভুবনে পা রাখেন নাসরিন। সে সময় তিনি চলচ্চিত্রসংশ্লিষ্টদের কাছে হয়ে উঠেন ‘ভরসা’র অভিনেত্রী। যেকোনো চরিত্রে খুব সহজেই নিজেতে মানিয়ে নিতেন। আর এ কারণে তার ওপর সবার অভিনয়ের পূর্ণ আস্থা ছিল। সবার আস্থাভাজন হওয়ার পরও কেন সহশিল্পী হিসেবে অভিনয় করে গেলেন?

জানতে চাইলে নাসরিন বলেন, ‘আমার অভিনয়ের উপর সবার পূর্ণ বিশ্বাস ছিল। চেষ্টা করেছি, অভিনয়ের সেরাটুকু দিতে। নায়িকা হওয়ার কোনো ইচ্ছে আমরা ছিল না। নেশা ছিল ভালো অভিনয়ের। বহু আগে নায়িকা হতে পারতাম।’

তাহলে কেন নায়িকা হলেন না?

উত্তরে তিনি বলেন, ‘সেসময় অনেক প্রযোজক ও পরিচালকরা চেয়েছিলেন, আমি নায়িকা হই। কিন্তু তখন অনেকে আমাকে নিয়ে ষড়যন্ত্র করেছে। প্রযোজক ও পরিচালকদের তারা নানাভাবে বুঝিয়েছে। আমি দিলদারের নায়িকা বলে, ওই সময় নায়করাও আমার বিরোধীতা করেছে। এই ষড়যন্ত্রে নায়িকারাও যুক্ত ছিল।’

কারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে? জানতে চাইলে তিনি বলেন, ‘এখন আর ওসব কথা বলে লাভ কি। সেসময়ের অনেক নায়ক-নায়িকা আমার (নায়িকা হওয়ার) বিরোধীতা করেছে।’

চলচ্চিত্রের ভুবনে নাসরিন অভিনয় করেছেন ৬০০’র অধিক সিনেমায়। সর্বশেষ তিনি অভিনয় করেন ‘সত্তা’ ছবিতে। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেন শাকিব খান ও কলকাতার নায়িকা পাওলি দাম। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত এই ছবিটি মুক্তি পায় ২০১৭ সালে এপ্রিলে।

এর পর নাসরিনকে আর কোনো ছবিতে দেখা যায়নি। এর কারণ কী জানতে চাইলে তিনি বলেন, ‘ছবিতে না ডাকলে, আপনারা কিভাবে দেখবেন। এ নিয়ে মনে অনেক কষ্ট আছে। আমাদের পাশের দেশ যেখানে এখনও ৮০-৯০ দশকের শিল্পীরা দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। অথচ আমাদের দেশে হচ্ছে এর উলটোটা। কেন আমরা কি অভিনয় ভুলে গেছি, না অভিনয় জানি না? পরিচালকরা পারতেন এই সময়ের ছবিগুলোতে আমাদের মা, খালা কিংবা বড় বোনের চরিত্রে অভিনয়ের সুযোগ দিতে। কিন্তু তারা সেটা করছে না।’

সবশেষে চলচ্চিত্রের এই করুণ দশার জন্য নাসরিন চলচ্চিত্র সংশ্লিষ্টদের দুষলেন। তার ভাষ্য মতে ‘এই তো গত বুধবার একটা শো করে আসলাম। সেখানে এক ভক্ত ছুটে এসে বললেন, “আপু আপনাকে এখন কেন সিনেমায় দেখিনা? আপনাকে সিনেমায় পাইনা বলে, এখন হলে গিয়ে সিনেমা দেখাও ছেড়ে দিয়েছি।” আজ যদি আমরা নিয়মিত অভিনয় করে যেতাম, তাহলে আমাদের ভক্তরা কিন্তু হলে এসে, আমাদের ছবি দেখতো। সিনেমাহলে দর্শকের সংখ্যা বাড়তো। আমরা যদি আমাদের মূল্যায়ণ না করি, তবে অন্যরাও আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। আর এখন তাই হচ্ছে।’

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.