





নিউ এডি ইন টাউন লিখেই ফেসবুকে পোস্ট দিয়েছেন জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।






এই পোস্টে তাঁর সঙ্গে ছবিতে দেখা গেছে ঢালিউডের লাস্যময়ী চিত্রনায়িকা পরীমনিকে। ফারুকীর সঙ্গে






কথা বলার পর নিশ্চিত হওয়া গেছে, হালের আলোচিত এই নায়িকা তাঁর সহকারী পরিচালক হিসেবে






কাজ শুরু করেছেন। আজ মঙ্গলবার ঢাকার মিরপুরের কোক স্টুডিওতে বিজ্ঞাপনচিত্রের শুটিং শেষে






তিনি পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে কাজ শুরু করে দিয়েছেন। ফারুকীর সহকারী পরিচালক হিসেবে কাজ করতে পেরে চিত্রনায়িকা পরীমনি ভীষণ উচ্ছ্বসিত।
পরীমনি একটি প্রসাধন সামগ্রীর বিজ্ঞাপনচিত্রের শুটিং করছেন। নিজের শুটিংয়ের বাইরে তিনি পরিচালক ফারুকীর সহকারী হিসেবে কাজ করছেন। শুটিংয়ের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এই নায়িকা ‘শুটিংয়ে এমনিতে সবাই আমার সঙ্গে খুব সুন্দর করে ট্রিট করছে। আর সহকারী পরিচালক হিসেবে খাতির–যত্ন একটু বেশিই পাচ্ছি।’
সহকারী পরিচালক হিসেবে কাজ করার পেছনে কারণ কী জানতে চাইলে পরীমনি বলেন, ‘অবশ্যই একটা কারণ আছে। সেটা এখনই বলতে চাচ্ছি না। আমার একটা বিষয়ে খুব ভালো ধারণা দরকার, যে কারণে সহকারী পরিচালক হিসেবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া। ধামাকা এই খবর এখনই কাউকে দিতে চাই না। অভিজ্ঞতা নিয়ে রাখলাম আরকি।’
ভবিষ্যতে পরিচালক হিসেবে দেখা যাবে নাকি জানতে চাইলে পরীমনি বলেন, ‘ওরে বাবা রে, এত ধৈর্য আমার নেই। পরিচালক হতে পারব না। তবে আমার কাজের ফাঁকে যে সময়টা পাব তখন ফারুকী ভাইয়ার শুটিংয়ে সহকারী পরিচালক হিসেবে কাজ করব। শিখব।’
সহকারী হিসেবে পরীমনি কেমন করছে জানতে চাইলে বলেন, ‘ভালো ভালো। বেশ ভালোই তো করছে।’
‘অবশেষে আমি একটি চাকরি পেয়েছি। এখন থেকে আমি মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী পরিচালক।’ কথাগুলো ফেসবুকে লিখেছেন পরীমনি। আসল ঘটনা কী জানতে চাইলে বলেন, ‘মিরপুরের একটি স্টুডিওতে একসঙ্গে ফারুকী ভাইয়ের পরিচালনায় বিজ্ঞাপনচিত্রের শুটিং করছিলাম। শুটিংয়ে মজার ছলে ফারুকী ভাই বলেছিলেন, ‘শুটিং শেষে তুমি যাবা না, এখানে বসে সহকারী হিসেবে কাজ করবা।’