





মোত্তাকিন মুন।। বাংলাদেশ সিনেমা দর্শকের স্বপ্নের নায়ক সালমান শাহ। তার মৃত্যুর পর অনেক






বছর পেরিয়ে গেছে। এখনও তিনি ভক্তদের হৃদয়ে অমর হয়ে আছেন। সালমান ভক্তদের জন্য এবার






এলো নতুন একটি সুখবর। সালমান শাহে’র আদল দেখা মিলবে ভিডিও গেমসে। দেশের বিভিন্ন দেশে তারকাদের নিয়ে ভিডিও গেমসের প্রচলন রয়েছে। এবার এই তালিকায় বাংলাদেশও যুক্ত হলো।
এই ভিডিও গেমসের কারিগর হলেন বাংলাদেশের দুই তরুণ প্রোগ্রামার সাদমান সিয়াম ও সিয়াম হোসেন উদয়। তাদের প্রতিষ্ঠান ক্রাইসিস এন্টারটেইনমেন্ট এই গেমটি শীঘ্রই প্রকাশের ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত ৫ জানুয়ারি গেমটির ছোট একটি ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। এরপরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছে এখানে সালমান শাহ একজন ফাইটারের ভূমিকায় থাকবেন। যেখানে তার একটি হাত যান্ত্রিক। তবে তার চুলের স্টাইল থেকে শুরু করে হাটার ধরণ সবকিছু সালমান শাহের মতো।
এই উদ্যোগকে সালমান ভক্তসহ গেমার ও প্রোগামাররা সাধুবাদ জানিয়েছেন। ভিডিওটিতে আরো দেখা যায় সালমান শাহ বাদেও এর পুরো ম্যাপ এবং ব্যাকগ্রাউন্ড বাংলাদেশের আদলেই করা হয়েছে।