Home / মিডিয়া নিউজ / ভয়ংকর বৃষ্টিতে মানসিক সমস্যায় জয়া

ভয়ংকর বৃষ্টিতে মানসিক সমস্যায় জয়া

কোনো এক বৃষ্টির দিনে ভয়ংকর এক স্মৃতি সামনে চলে আসে জয়া আহসানের। বিষাদে ভরা সেই

স্মৃতি। উত্তেজিত হয়ে উঠে জয়া। পাগলের মতো করতে থাকে সে। এমন গল্পই দেখা গেলো জয়া

আহসান অভিনীত সম্প্রতি্ প্রকাশ পাওয়া বৃষ্টি তোমাকে দিলাম’ ছবির ট্রেলারে। ১ মিনিট ২৬ সেকেন্ড ব্যাপ্তির ট্রেলারে পাওয়া গেছে সাইকোলজিক্যাল থ্রিলারের আভাস।

এ ছবিতে জয়ার ছবিতে জয়ার চরিত্রের নাম ‘বৃষ্টি’। যে কিনা এক ধরনের মানসিক সমস্যায় আক্রান্ত। সন্দেহ, খুন, রহস্য সবই পাওয়া গেছে ট্রেলারে। এ ধরনের চরিত্রে এবাই কিন্তু প্রথম নয় জয়া। এর আগে এমন চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। এতে জয়ার সঙ্গে আরও রয়েছেন কলকাতার চিরঞ্জিত, সুব্রত দত্ত, রাজেশ শর্মা ও রজতাভ দত্তর মতো তারকারা। ছবিটি পরিচালনা করেছেন অর্ণব পাল। মুক্তির নির্দিষ্ট তারিখ চূড়ান্ত না হলেও ছবিটি বছরের শুরুতেই মুক্তি দেয়ার আভাস দিয়েছেন পরিচালক।

এদিকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলছে জয়া আহসানের ’বিসর্জন’ ছবিটি। গত বছর কলকাতায় মুক্তি পাওয়া ছবিটি জয়াকে অনন্য সাফল্য এনে দিয়েছে। ছবিটি পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জয়া পেয়েছেন পশ্চিমবঙ্গের ফিল্মফেয়ার, জি সিনে অ্যাওয়ার্ড, সেরা বাঙালি এবিপি আনন্দ পুরস্কার, হায়দরাবাদ চলচ্চিত্র উৎসব, ওয়েস্ট বেঙ্গল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড আর ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ডসহ নানা পুরস্কার।

সেই সাফল্যের ধারাবাহিকতায় নতুন বছরে কলকাতায় মুক্তি পায় ‘বিসর্জন’র সিক্যুয়েল ‘বিজয়া’। প্রশংসিত হচ্ছে এ ছবিটিও।

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.