





বর্তমানে বলিউডের তারকা সন্তানদের রাজত্ব চলছে বিভিন্ন তারকাদের সন্তানরা এখন সিনেমায় অভিনয়






করছে এবং নিজের জায়গাকে পাকাপোক্ত করতে ব্যস্ত রয়েছে তারা অনেকেই সেটি করতে পারছে না






আবার অনেকেই ব্যর্থ হচ্ছে বারবার। তবে বর্তমান সময়ে তারকা সন্তানদের মধ্যে যারা ভালো অভিনয়






করছে তারা আসলেই প্রশংসার দাবিদার বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানের মেয়ে সারা আলি খান বর্তমান সময়ের অভিনেত্রীদের মধ্যে ভালো অভিনয় করছেন
বলিউডে প্রায়ই আলোচনায় থাকেন সাইফকন্যা সারা আলী খান। সুশান্তের মৃ’ত্যুতে যখন বলিউডে তুলকালাম কাণ্ড, তখনই আবার নিজের গো’পন কথা প্রকাশ করে আলোচনায় এলেন তিনি। বলিউডে পা রেখেই সারার প্রেম নিয়ে কম কথা হয়নি। এবার সরাসরি বাবা সাইফ আলী খানকে বলিউডের ড্যাশিং হিরো রণবীর কাপুরকে বিয়ের কথা বলে হইচই ফেলে দিয়েছেন সারা। জি-নিউজ জানায়, বাবা সাইফ আলী খানের সামনে প্রকাশ্যেই নিজের মনের ইচ্ছার কথা প্রকাশ করেন সারা আলী খান। এ শুনে বেশ অবাকই হয়ে যান সাইফ। যদিও মেয়ের মনের ইচ্ছা জানার পর সরাসরি কোনও মন্তব্য করেননি সাইফ।
এর আগে, ২০১৮ সালে কফি উইথ করণ-এ বাবাকে নিয়ে হাজির হন সারা। সেখানে করণ সারাকে জিজ্ঞেস করেন, কাকে বিয়ে করতে চান? এর উত্তরে রণবীর কাপুরের নাম নেন সাইফকন্যা। তিনি জানান, রণবীর কাপুরকে বিয়ে করতে চান তিনি। আর কার্তিক আরিয়ানের স’ঙ্গে চান ডেট করতে।
তবে রণবীরকে সরাসরি বিয়ে করে সংসারের ইচ্ছে প্রকাশ করেন সারা। যদিও পুরোটাই ছিল জোকস। প্রস’ঙ্গত, সুশান্ত সিং রাজপুতের স’ঙ্গে বিচ্ছেদের পর কার্তিক আরিয়ানের স’ঙ্গে সম্পর্কে জড়ান সারা। পরে তাদের বিচ্ছেদ হয়ে যায় বলে শোনা যায়। লাভ আজকাল-এর সিক্যুয়েলের শুটিংয়ের সময় কার্তিকের স’ঙ্গে সারার সম্পর্ক ছিল।
বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানের মেয়ে সারা আলি খান অভিনয় নাম লিখিয়েছেন এবং তার পর থেকে বিভিন্ন সময় আলোচনায় উঠে আসেন টিভি তারকা সন্তান হওয়াতে আলাদা করে একটা জায়গা এমনিতেই বলিউডে রয়েছে এরপর তিনি সিনেমাতে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে তাকে প্রশংসার দাবিদার করেছে