





বিয়ে হল বেশি দিন হয়নি। তবে এখন পর্যন্ত কোন সন্তানের মুখ দেখেননি ঢাকাইয়া সিনেমার জনপ্রিয়






অভিনেত্রী মাহিয়া মাহি। তাহলে প্রশ্ন, তিনি কিভাবে দাদি হলেন। শিরোনামটি দেখে সবার চোখই






কপালে উঠবে। তবে যাই-ই বলুন না কেন, ঘটনা কিন্তু সত্য। চমকপ্রদ সেই খবরটি মাহি নিজেই দিয়েছেন ফেসবুকে। নাতির ছবি পোস্ট করে লিখেছেন, দাদী হলাম! জানা গেছে, মাহির দুর সম্পর্কের এক আত্মীয়ের সন্তান এটি। সম্পর্কে বাচ্চাটির দাদী হন মাহি।
’ভালোবাসার রঙ’ অভিনেত্রী বর্তমানে রয়েছেন রাঙামাটি জেলার কাপ্তাইয়ে। সেখানে অংশ নিচ্ছেন একে সোহেল পরিচালিত ’পবিত্র ভালোবাসা’র শুটিংয়ে। সেট থেকে মাহি বলছিলেন, ’কাপ্তাই আছি প্রায় ১০-১২ দিন। মাঝে একদিন বগুড়ায় একটা শো করেছিলাম। এখানে ১৪ মার্চ পর্যন্ত কাজ করব।’