Home / মিডিয়া নিউজ / আমি বুঝে গিয়েছি,যাই করি না কেন, মানুষ আমাকে অপমান করবেই: উরফি

আমি বুঝে গিয়েছি,যাই করি না কেন, মানুষ আমাকে অপমান করবেই: উরফি

ভারতের অন্যতম আলোচিত অভিনেত্রী উরফি জাভেদ মূলত সেখানকার অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান

বিগ বস ও টিটি তে যোগ দেয়ার পর থেকেই তিনি ব্যাপকভাবে আলোচনায় উঠে এসেছেন ছোট

পর্দায় অভিনয় করছেন এই অভিনেত্রী বিভিন্ন সময় তাকে নিয়ে সমালোচনা শুরু হয় তার কর্মকাণ্ডের

জন্য এক্ষেত্রে মুখ খুললেন এই অভিনেত্রী তিনি বলেন তিনি যাই করেন না কেন মানুষ তাকে নিয়ে সমালোচনা করবেই করবে

বিগ বস ওটিটি’-তে যোগ দেওয়ার পর থেকে শিরোনামে যেন স্থায়ী জায়গা করে নিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী উরফি জাভেদ। সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার অভিনেত্রী বলেন, যাই করি না কেন, মানুষ আমাকে অপমান করবেই।

সাক্ষাৎকারে উরফি বলেন, ঠাকুরের সামনে আমি কুর্তা পরে গিয়েছিলাম। ছোট স্কার্ট বা বিকিনি তো পরিনি! অথবা ঠাকুরের সামনে নাচ করিনি। সাধারণ কুর্তা পরার জন্যেও লোকে কম কথা শোনাচ্ছে না। আমি বুঝে গিয়েছি, যাই করি না কেন, মানুষ আমাকে অপমান করবেই।

তিনি বলেন, আমি রক্ষণশীল মুসলিম পরিবারের সন্তান। বহু বছর নিজের পছন্দমতো পোশাক পরতে পারেননি। আমার জিন্স পরায় নিষেধাজ্ঞা ছিলো। বুক ঢাকতে হতো ওড়নায়। বাধা পেতে পেতে আমি আজ এ জায়গায় পৌঁছেছি। এখন পোশাকের বিষয়ে আমি কারও নিষেধ মানতে রাজি নই।

বিনোদন জগতের মানুষ হলেই সমালোচনা যেন তাদের নিত্যদিনের ব্যাপার তাদের প্রতিটি কর্মকাণ্ড নিয়ে মানুষ আলোচনা সমালোচনা করে এটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবার ভারতীয় অভিনেত্রী উরফি জাভেদ তার নিজের অভিজ্ঞতা ব্যক্ত করলেন এবং তিনি জানালেন তিনি যতই করুক না কেন মানুষ তাকে অপমান করবেন

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.