Home / মিডিয়া নিউজ / পার্টিতে তারকাদের বউ বদল করার ছবি সোশ্যাল মিডিয়ায় পোষ্ট

পার্টিতে তারকাদের বউ বদল করার ছবি সোশ্যাল মিডিয়ায় পোষ্ট

নতুন বছরকে মানুষ তাদের জীবনের নতুন অধ্যায় হিসেবে ভেবে নিয়ে নতুন উদ্যমে পথচলা শুরু

করে। বিদায়ী বছর থেকে শিক্ষা নিয়ে এবং ভুলত্রুটি শুধরে নতুন বছরে ভালোভাবে চলার অভিপ্রায়

থাকে তাদের। সাধারণ মানুষের সঙ্গে তারকারাও থেমে নেই এই অভিপ্রায়। নতুন বছরের শুরুতেই

তারা মেতে উঠেন আনন্দ উল্লাসে। একসঙ্গে ঘুরতে যান বিভিন্ন জায়গায় এবং পুরনো বছরের ব্যর্থতা কে ভুলে নতুন বছরকে আরো সাফল্যমন্ডিত করে তোলার অভিপ্রায়

বিনোদন দুনিয়া যেন আলোয় ঘেরা এক রংমহল। যেখানে তারকা নিজেদের ইচ্ছা মতোই চলে থাকেন। কখনো ছুটি কাটাতে চলে যান বিশেষ বন্ধুর সঙ্গে আবার কখনো বা নিজেরা একাই হাঁটেন নিজ গন্তব্যে। এরই মধ্যে একে অপরকে কাছে পেলে যেন জমে উঠে জম্পেস আড্ডা। আর সুইজারল্যান্ডেও এর ব্যতিক্রম কিছু হয় নি। সুইজারল্যান্ডে হ্যাপী নিউ ইয়ারের ছুটি কাটাতে গিয়ে বসেছিলো তারকাদের এই মিলনমেলা।
বরফের দেশে গিয়ে নতুন বছর পালন করলেন বলিউডের একঝাঁক তারকা। কে ছিলেন না সেই তালিকায়। সাইফ আলি খান, কারিনা কাপুর খান থেকে শুরু করে বিরাট কোহলি, অনুষ্কা শর্মা কিংবা বরুণ ধাওয়ান, নাতাশা দালাল। সুইজারল্যান্ডে বসে ভক্তদের নতুন বছেরর শুভেচ্ছা জানান তারা।

ক্রিসমাস পার্টি সেরে সুইজারল্যান্ডে পাড়ি দেন সাইফ, কারিনা। প্রতি বছরের মতো এবারো সেখানে নতুন বছর উদযাপন করেন তারা। সাইফ, কারিনার সঙ্গে হঠাৎই দেখা হয় বরুণ ধাওয়ান এবং নাতাশা দালালের। এরপর তাদের সঙ্গে য়োগ দেন বিরাট, অনুশকা। আর নিজেদের এমন ছবি সোশ্যাল অভিনেত্রী আনুশকা শর্মা।

ছবিটায় একটা মজার ব্যাপার আছে। এখানে সাইফ আলী খানের স্ত্রী কারিনা কাপুরকে দেখা যাচ্ছে বিরাট কোহলির সঙ্গে। অন্যদিকে বিরাটের সঙ্গে দেখা যাচ্ছে কারিনাকে। ছবিটি দেখে মজারে ছলে কেউ কেউ বলছেন পার্টিতে বউ বদল করে ফূর্তিতে মেতেছেন তারা।

এদিকে বর্তমানে তানাজির প্রমোশনে ব্যস্ত কাজল এবং অজয় দেবগণ। তানাজির প্রমোশন ছেড়ে সাইফ বিদেশে পাড়ি দেয়ায় দেবগণদের সঙ্গে তিনি বিশ্বেসঘাতকতা করেছেন বলে মন্তব্য দুষ্টামির ছলেই মন্তব্য করেছেন কাজল।

অন্যদিকে আমির খানের সঙ্গে বর্তমানে লাল সিং চাড্ডার শুটিং করছেন কারিনা কাপুর খান। শুটিংয়ের সিডিউল থেকে সময় বের করেই সাইফ আলি খান, কারিশ্মা কাপুর এবং ছোট্ট তৈমুরের সঙ্গে বিদেশে পাড়ি দেন বেগম সাহেবা।

২০১৯ সালকে বিদায় জানিয়ে নতুন বছরকে আমন্ত্রণ জানালো বিশ্ববাসী। পুরোনো বছরের সব ব্যর্থতা গ্লানি দুঃখ-কষ্ট ভুলে নতুন বছরের শুরুতে মানুষ সফলতা সুখ শান্তি এবং নতুন উদ্যমে পথ চলার শপথ নিয়েছেন। বছরের শুরুতেই নানান উৎসব আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ এবং পুরনো বছরকে বিদায় জানিয়েছেন মানুষ। নতুন বছরের শুরুতেই আনন্দ উল্লাস এবং বিভিন্ন পার্টি অনুষ্ঠান যেন লেগেই আছে।।

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.