Home / মিডিয়া নিউজ / ২৯ বছরের কৃতি আমার ৩০৯ তম প্রেমিকা হতে পারেন : সঞ্জয় দত্ত

২৯ বছরের কৃতি আমার ৩০৯ তম প্রেমিকা হতে পারেন : সঞ্জয় দত্ত

বলিউডের জনপ্রিয় নায়ক সঞ্জয় দত্ত।একসময়ের আলোচিত হিট নায়ক তিনি। সালমান-শাহরুখ যখন

বলিউডের সংগ্রাম করছিলেন তখনো সঞ্জয় দত্তের বলিউডে অবস্থান বেশ ভালো। ক্যারিয়ারে অসংখ্য

সিনেমা রয়েছে তার ,এবং বেশ কিছু সিনেমার জন্য তাকে বেশ কিছু নামে ডাকা হয় ।তাকে অনেকে

মুন্না ভাই বলেও আখ্যায়িত করে থাকেন, এর কারণ হচ্ছে তিনি একটি ছবি করেছিলেন যে ছবিটির নাম মুন্নাভাই এমবিবিএস সেখানে তাঁর অনবদ্য অভিনয় দর্শক মুগ্ধ ছিল এই খ্যাতি পান নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক সমালোচিত সঞ্জয় দত্ত। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই তার ব্যক্তিগত খবরা খবর জানা যায়

এবার ৩০৯তম প্রেমিকার দেখা মিলল সুপারস্টার সঞ্জয় দত্তের! কি, অবাক হচ্ছেন? এর আগে ৬০ বছর বয়সী বলিউডের ’সঞ্জুবাবা’ স্বীকার করেছিলেন, ৩০৮ জন প্রেমিকা এসেছে তাঁর জীবনে।

ইতিহাস-আশ্রিত ’পানিপথ’ চলচ্চিত্র দিয়ে ফের রুপালি পর্দা মাতাতে চলেছেন সঞ্জয় দত্ত। এ ছবিতে আরো অভিনয় করেছেন কৃতি শ্যানন ও অর্জুন কাপুর। সম্প্রতি ছবির প্রচারের জন্য জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ’দ্য কপিল শর্মা শো’-তে হাজির হয়েছিলেন সঞ্জয় দত্ত, সঙ্গে ছিলেন কৃতি শ্যানন। সেখানেই সঞ্জয় বলেন, ২৯ বছরের কৃতি তাঁর ৩০৯তম প্রেমিকা হতে পারেন।

মুম্বাই মিররের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, ওই শোতে সঞ্চালক কপিল শর্মা সঞ্জয়ের ৩০৮ জন প্রেমিকার কথা উল্লেখ করেন, এর আগে এ তারকার জীবনীভিত্তিক ছবি ’সঞ্জু’-তে জানানো হয়েছিল, জীবনে ৩০৮ জন নারীর সঙ্গে প্রেম করেছেন। সেই প্রসঙ্গে টানলে উত্তরে সঞ্জয় বলেন, এখনো তিনি প্রেমিকার সংখ্যা গণনা করেন। ছবিতে কৃতি শ্যাননের পারফরম্যান্সে মুগ্ধ তিনি। আর তাই চাইলেই সহজে এ নায়িকা তাঁর ৩০৯তম প্রেমিকা হতে পারেন।

’পানিপথ’-এ সদাশিব রাওয়ের স্ত্রী পার্বতী বাঈয়ের ভূমিকায় দেখা যাবে কৃতি শ্যাননকে। ছবিতে আহমাদ শাহ আবদালির ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত। আশুতোষ গোয়ারিকর পরিচালিত এ ছবির প্রচারণায় কপিল শর্মা শোতে গিয়েছিলেন সঞ্জয়-কৃতি।

এদিকে, পার্বতী বাঈ চরিত্রটিকে শক্তিশালী বলে মনে করেন কৃতি শ্যানন। বার্তা সংস্থা আইএএনএসকে কৃতি বলেন, পরিচালক আশুতোষ গোয়ারিকর এমন একজন মানুষ, যিনি নারীকে দুর্বল হিসেবে উপস্থাপন করতে চান না। ঐতিহাসিক এ ছবিতে অভিনয় করে গর্ববোধ করেন কৃতি। ’আপনি যদি এ ধরনের চরিত্রে অভিনয় করেন, নিশ্চিত গর্ববোধ করবেন,’ যোগ করেন কৃতি শ্যানন।

মারাঠা ও আফগানদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাত পানিপথের তৃতীয় যুদ্ধ হিসেবে স্বীকৃত, যা সংঘটিত হয়েছিল ১৭৬১ সালে। এ ছবিতে আরো অভিনয় করেছেন অর্জুন কাপুর, জিনাত আমান, পদ্মিনী কোলাপুরি ও সুহাসিনী মুলয়। ৬ ডিসেম্বর বড়পর্দায় উঠবে ছবিটি।

সঞ্জয় দত্তের অভিনয় জীবন যেন সিনেমার কাহিনী আর এ কারণেই তার জীবনী নিয়ে সিনেমা তৈরি করলো বলিউড এবং যে সিনেমা বক্সঅফিসে দারুন সারা ফেলে দেয়। দাপটের সাথে চলতে থাকে বলিউডসহ বিশ্বের সকল সিনেমাপ্রেমীদের কাছে। সঞ্জয় দত্তের জীবনী অভিনয় করেছিলেন বলিউডের সুপারস্টার রণবীর কাপুর দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে পর্দায় সঞ্জয় দত্তের জীবনকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন রানবির কাপুর।এই ছবিতে দেখানো হয়েছিল সঞ্জয় দত্তের রহস্য ঘেরা ব্যক্তিগত জীবনের অজানা কাহিনী যা দর্শকরাই কখনো জানত না

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.