Home / মিডিয়া নিউজ / ‘আমি কখনও বিএনপি করিনি, আওয়ামী লীগ আমার প্রথম দল’ : ডিপজল

‘আমি কখনও বিএনপি করিনি, আওয়ামী লীগ আমার প্রথম দল’ : ডিপজল

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল আওয়ামী লীগ থেকে মনোনয়ন পত্র ক্রয়

করেছেন। দলটির হয়ে এবার তিনি সংসদ নির্বাচনে অংশ নিতে চান। ডিপজল আশা করছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা তাকে মনোনয়ন দেবেন। আর মনোনয়ন পেলে তিনি নিশ্চিত জয়ী হবেন বলেও জানান।

ডিপজল বলেন, ’ঢাকার ৯ নম্বর ওয়ার্ডে টানা ১৪ বছর নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলরের দায়িত্ব পালন করেছি। এখনো আমাকে স্থানীয় জনগণ পদে দেখতে চায়। আমি জয়ী হয়ে সংসদে যেতে চাই। পাশে দাঁড়াতে চাই সাধারণ মানুষের।’

আপনাকে সবাই বিএনপির মানুষ হিসেবে চেনে, ’এখন আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে চাচ্ছেন কেন? এই প্রশ্নের জবাবে ডিপজল বলেন, আমি কোনো কালেই বিএনপি ছিলাম না। আমাকে বিএনপি বানিয়ে রেখেছিল। আমি যতদূর জানি বিএনপির কোথাও আমার নাম নেই। আমার প্রথম দল আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগের পক্ষেই নির্বাচনে অংশ নিতে চাই।’

বিএনপির প্রার্থী হিসেবে কাউন্সিলর ছিলেন কি না এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন, ’আমি তো কোনো দলের হয়ে কাউন্সিলর ইলেকশন করিনি। কেউ বলতে পারবে না। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচন করেছি বিধায় আমি সকলের কাছে জনপ্রিয়। আমাকে যদি প্রধানমন্ত্রী মনোনয়ন দেন তাহলে এখানে আর কেউ দাঁড়াবে না, আমি পাশ করবো ইনশাল্লাহ।’

উল্লেখ, অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ঢাকা-১৪ আসন থেকে মনোনয়ন পত্র ক্রয় করেছেন।

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.