Home / মিডিয়া নিউজ / অনেক টাকা রোজগার করি, কিন্তু সেটা একটা ভালো প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে চাই

অনেক টাকা রোজগার করি, কিন্তু সেটা একটা ভালো প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে চাই

ছোটপর্দা টিকে আছে নানা রকম সংকটের মধ্য দিয়ে। বারবার এসব সংকট থেকে উত্তরণের উপায়

খুঁজেছেন এই অঙ্গণের মানুষরা। সেই ধারাবাহিকতায় ’পেশাদারিত্বের সংকটে দেশের টেলিভিশন নাটক

ও অভিনয় শিল্প’ নামের একটি মুক্ত আলোচনার আয়োজন করেছিল ’অভিনয় শিল্পী সংঘ’। যেখানে

ছোটপর্দার নানা সংকটের কথা তুলে ধরা হয়। এসব সংকটে টিভি চ্যানেলগুলোকেই দায়ী বলে উল্লেখ করা হয়। নাটক তথা ছোটপর্দার সমস্যা টিভি চ্যানেলগুলো থেকেই সৃষ্ট বলে মনে করে অভিনয় শিল্পী সংঘসহ অন্যান্য সংগঠন। চ্যানেলগুলোর অব্যবস্থানা, শিল্পের প্রতি উদাসীনতা, অতিমাত্রায় বাণিজ্যভাবনাই এত সংকট তৈরি করেছে, দর্শককে টিভি চ্যানেল থেকে দূরে সরিয়ে দিয়েছে। বিশেষ করে বাজেট কমিয়ে, অতিরিক্ত বিজ্ঞাপন প্রচার, ভুল ও মনগড়া টিআরপি রেটিংয়ের আড়ালে দেশীয় নাটক ধ্বংস করছে টিভি চ্যানেলগুলো- এমনটাই দাবি করলেন শিল্পীরা।

শুক্রবার বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন অভিনয় শিল্প সংঘের সভাপতি ও অভিনেতা শহীদুল আলম সাচ্চু, সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম, হিল্লোল,আজাদ আবুল কালাম, চয়নিকা চৌধুরী, সুইটি, চিত্রলেখা গুহ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, মোহন খান, তানিয়া আহমেদ, সুমন আনোয়ারউর্মিলা শ্রাবন্তী কর, জাকিয়া বারী মম, শামিমা তুষ্টি, রওনক হাসান,আহমেদ রুবেল, মাজনুন মিজান, বৃন্দাবন দাস, এস এ হক অলিক, কে এস ফিরোজ, মৌটুসি বিশ্বাস, লুতফুর রহমান জর্জ, এজাজ মুন্না, মোস্তফা মনন প্রমুখ।

প্রবীন অভিনেতা ও নাট্য নির্মাতাদের মধ্যে ছিলেন মামুনুর রশিদ,ড. এনামুল হক, আবুল হায়াত, দিলারা জামান, মাসুম আজিজ, আফরোজা বানুসহ আরও অনেকে।

অনুষ্ঠানে দশটি বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এগুলো হলো- ১. টেলিভিশন ও টেলিভিশন নাটককে শিল্প ঘোষণা করা ২. সুনির্দিষ্ট নীতিমালার অভাব ৩. নাটকের মান নিয়ন্ত্রণে অধিকাংশ টেলিভিশন চ্যানেলের ব্যর্থতা কিংবা উদাসীনতা ৪. নাটকে কতিপয় মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ ৫. নাটকের মূল্য কমে যাওয়া ৬. চরিত্রাভিনেতাদের হারিয়ে যাওয়া ৭. বিজ্ঞাপন বাণিজ্য এবং তথাকথিত টিআরপি ৮. ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন না হওয়া (২০১৭ সালের জুলাইয়ে চুক্তি হয়েছিল) ৯. নাট্য নির্মাণে বহুমুখী নিম্ন প্রতিযোগিতা ১০. সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব।

এ অনুষ্ঠানে মোশাররফ করিম বলেন, ’অনেক কাজ করি কিন্তু তৃপ্তি পাই না। অনেক টাকা রোজগার করি, কিন্তু সেটা একটা ভালো প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে চাই। নাটকের পেছনে যারা কাজ করছে, তাদের যথাযথ সম্মানী দিতে হবে। আর এ জন্য ন

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.