





বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনকে নিয়ে বেশ ঝামেলায় পড়ে গিয়েছেন বচ্চন পরিবার।






‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় রণবীরের সঙ্গে অভিনয় করেছেন তিনি। আর এতে রণবীরের






সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে তাকে। এ নিয়েই নাকি বচ্চন পরিবার বেশ ঝামেলায় পড়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।






জানা যায়, ঐশ্বরিয়া নিজে নাকি করণ জোহরকে সিনেমা থেকে এই দ্যৃশগুলো বাদ দেওয়ার অনুরোধ করেছেন। তবে শেষ পর্যন্ত কী হয় তা সিনেমা মুক্তির পরই বোঝা যাবে। আবার এও শোনা যাচ্ছে, বচ্চন পরিবারে অনেকেই পেশাদার অভিনয়শিল্পী। তাই ঐশ্বরিয়ার বিষয়ে নাকি কারোর হস্তক্ষেপ করার দরকার নেই। কারণ ঐশ্বরিয়া খুব ভালো করেই জানেন তিনি কী করছেন। এর আগে খবর রটেছিল, শুটিংয়ের সময় রণবীর-ঐশ্বরিয়ার যে চুম্বন দৃশ্য ছিল তা করতে তখন অস্বস্তি বোধ করে