Home / মিডিয়া নিউজ / মৌসুমীর আইটেম গান

মৌসুমীর আইটেম গান

সাত লাখ পেরিয়েছে প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী অভিনীত প্রথম আইটেম গান ‘রঙিলারে রঙিলারে’।

গেল ১৯ আগস্ট গানটি ইউটিউবে প্রকাশ করা হয়। এরই মধ্যে এই প্রতিবেদন লেখা পর্যন্ত গানটিতে

ভিউ দেখা গেছে ৭ লাখ ২৭ হাজার ৩৩০ জন। গানের কথা ও সুর করেছেন শফিক তুহিন। এতে কণ্ঠ দিয়েছেন পাপড়ী। এটি চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজার অভিনীত ‘মন জানে না মনের ঠিকানা’ ছবির আইটেম গান। এই গানের মাধ্যমে মৌসুমী তার ক্যারিয়ারে প্রথমবারের মত কোনো আইটেম গানে পারফর্ম করেন।

ছবিটি গত ১ এপ্রিল সারাদেশে মুক্তি পায়। ‘মন জানে না মনের ঠিকানা’ ছবিতে মৌসুমী ছাড়া অভিনয় করেন পরীমনি, শিরিন শিলা, নায়করাজ রাজ্জাক, ফেরদৌস, আফজাল শরীফ, শহীদুল আলম সাচ্চু, শামস সুমন, সাজ্জাদ, তানভীর প্রমুখ।

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত ছবিটি প্রযোজনা করেছে প্রিয়জন কথাচিত্র।

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.