





বিতর্কের কমতি নেই মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার। প্রেমিক রাজিবের সঙ্গে সেক্স ভিডিও,






এরপর পালিয়ে বিয়ে এবং ২য় স্বামীর সঙ্গে না থাকা নিয়ে কম বেশি আলোচনা সমালোচনায় রয়েছেন তিনি। এরই মাঝে আপত্তিকর অবস্থায় রাজধানীর একটি আবাসিক হোটেলে ধরা খেলেন তিনি।
তবে ঘটনাটি বাস্তবের নয়। নির্মাতা সুমন আনোয়ারের দীর্ঘ ধারাবাহিক ‘স্বর্ণলতা’তে পতিতা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। চলতি মাসেই ধারাবাহিকটি প্রচারিত হওয়ার কথা রয়েছে। নাটকতে একটা বিহারি পরিবারের গল্প তুলে ধরা হয়েছে।