Home / মিডিয়া নিউজ / জীবনের টানাপোড়েনে অভিনয় ছেড়ে যুক্তরাষ্ট্রে তমালিকা

জীবনের টানাপোড়েনে অভিনয় ছেড়ে যুক্তরাষ্ট্রে তমালিকা

অভিনেত্রী তমালিকা অনেক দর্শকনন্দিত নাটকে অভিনয় করেছেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও

অভিনয় করেছেন তিনি। তাকে সর্বশেষ দেখা গেছে হুমায়ূন আহমেদের ’ঘেঁটুপুত্র কমলা’ ছবিতে।

আর মঞ্চে তিনি সর্বশেষ ১৮ জুলাই সন্ধ্যা ৭ টায় পারফর্ম করেছেন। সেদিন বাংলাদেশ শিল্পকলা

একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হয়েছে আরণ্যক নাট্যদলের দর্শকনন্দিত

নাটক ’রাঢ়াঙ’র ১৮০তম প্রদর্শনী।তবে সবরকম অভিনয় থেকেই বিরতি নিয়েছেন তমালিকা কর্মকার। চলে গেছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই তিনি স্থায়ী হবেন বলে জানা গেছে। তমালিকার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, টিভি নাটকের অভিনয়ে আগের মতো কাজ নেই। অনেকদিন ধরেই অনিয়মিত কাজ করে যাচ্ছিলেন তিনি। কিন্তু জীবন যাপনের টানাপোড়েনে ভুগছিলেন তিনি। তাই পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্টে।জানা গেছে, গতকাল রোববার আমেরিকার উদ্দেশ্যে দেশ ছাড়েন তমালিকা কর্মকার।

যাত্রাপথে তিনি ফেসবুকে ছবিও পোস্ট করেন। সেখানে তার সহকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়ে মন্তব্যও করেছেন।তমালিকা তার ক্যারিয়ারজুড়ে মঞ্চ মাতিয়েছেন বহুবার। ’রাঢ়াঙ’ নাটকে ’শ্যামলী’, ’ময়ূর সিংহাসন’-এ ’কৃষ্ণা’ এবং ’বিদ্যাসাগর’-এ রাধা চরিত্রগুলোকে জীবন্ত করে ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী।

ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি মঞ্চ কিংবা চলচ্চিত্রে অভিনয় করেও আলোচিত হন তিনি। ’অন্য জীবন’ দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক। তমালিকা অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলো হলো ’এই ঘর এই সংসার’, ’কিত্তনখোলা’, ও ’ঘেটুপুত্র কমলা’।

’কিত্তনখোলা’ ছবিতে অভিনয়ের জন্য ২০০২ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। সূত্র:জাগোনিউজ২৪

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.