





নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় নায়ক ওমর সানী। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন আউটলেটেও






লগ্নি করেছেন তিনি। শ্বশুরকে ফ্যাশন আইকন হিসেবে মানেন বলে জানালেন নায়ক।






মৌসুমীর বাবা নাজমুজ্জামান মনির মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। এ দিনে এক ফেসবুক পোস্টে ’ফ্যাশন সচেতনতা’র বিষয়টি তুলে ধরেন ওমর সানী।
দুটি ছবি শেয়ার করে ’প্রথম প্রেম’ নায়ক লেখেন, ’তিনি আমার স্ত্রীর প্রিয় বাবা, আমার শ্বশুর। সেসব বাদেও তিনি আমার আপন হয়ে উঠেছিলেন, বন্ধু হয়ে আমাকে কাছে টেনে নিয়েছিলেন। তার ফ্যাশন সচেতনতায় আমি অবাক হতাম। তিনি আমার কাছে ফ্যাশন আইকনও বটে।’
ওমর সানী আরো লেখেন, ’অসম্ভব ভালো মানুষ ছিলেন আমার শ্বশুর। তার নাম নাজমুজ্জামান মনি, সাতক্ষীরায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। আমাদের সবাইকে কাঁদিয়ে ২০০৫ সালের ১৬ মার্চ তিনি ইহজগত ত্যাগ করেন। আমি মহান রাব্বুল আলামিনের কাছে তার রুহের মাগফিরাত ও তাকে জান্নাতুল ফেরদৌস নসিবের আর্জি জানাচ্ছি।’
এদিকে কিছুদিন আগে শারিরীক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন ওমর সানী। চিকিৎসকের পরামর্শে বর্তমানে বাসায় বিশ্রাম নিচ্ছেন তিনি।poriborton