





ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। পৃথিবীর






অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী তিনি। তার স্ত্রী নীতা আম্বানিও কম যান না। বিভিন্ন কারণে তিনিও খবরের শিরোনামে উঠে আসেন। এবার নাচ দিয়ে উঠে এলেন আলোচনায়।
সম্প্রতি নীতা আম্বানির একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাকে লাল শাড়ি পরে নাচতে দেখা যাচ্ছে। এটা একটি পারিবারিক অনুষ্ঠানের দৃশ্য বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম।
তবে এর আগে কখনোই নীতা আম্বানির এমন নাচ জনসমক্ষে আসেনি। এই প্রথম \’বিসনেস ওম্যান\’-এর পরিচিত রূপ থেকে বেরিয়ে এসে অন্যরকমভাবে দেখা দিলেন নীতা। তবে মুকেশপত্নীর এমন ভিডিও প্রকাশ্যে আসতেই তা সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গেছে।