Home / মিডিয়া নিউজ / একাধিক সিনেমা নিয়ে হাজির হচ্ছি : মুনমুন

একাধিক সিনেমা নিয়ে হাজির হচ্ছি : মুনমুন

রূপ আর সাহসিকতার জন্য ঢাকাই সিনেমায় আলোড়ন তুলেছিলেন চিত্রনায়িকা মুনমুন।

ক্যাপ্টেন এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। ১৯৯৭ সালে মুক্তি পায় এটি।

এরপর ‘টারজান কন্যা’, ‘মৃত্যুর মুখে’, ‘রাজা’, ‘মরণ কামড়’, ‘রাণী ডাকাত’, ‘আজকের সন্ত্রাসী’

সহ অসংখ্য সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। বর্তমান সময়ের দেশ সেরা নায়ক

শাকিব খানের প্রথম ব্যবসাসফল সিনেমার নায়িকাও ছিলেন মুনমুন। সিনেমার নাম ‘বিষে ভরা নাগীন’। এ পর্যন্ত তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা ৮৫, যার বেশির ভাগই ছিল সুপারহিট।

নতুন বছর প্রসঙ্গে মুনমুন বলেন, ‘গত বছর আমার অভিনীত কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। কিন্তু বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছি। আশা করছি, এসব সিনেমা চলতি বছরে মুক্তি পাবে। এ বছরে একাধিক সিনেমা নিয়ে হাজির হচ্ছি। চলচ্চিত্রে নিয়মিত হচ্ছি। ভালো গল্পের সিনেমা পেলে কাজ করব। আশা করছি, চলচ্চিত্রে সুদিন ফিরবে। সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবার জন্য শুভ কামনা রইল।’

সর্বশেষ ‘মেঘ কন্যা’ সিনেমায় দেখা যায় মুনমুনকে। ২০১৮ সালে মুক্তি পায় এটি। সিনেমাটি পরিচালনা করেন মিনহাজ অভি।

About Sayma

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.