





টালিউডের জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত। টিভি সিরিয়াল ‘বোঝেনা সে বোঝেনা’ দিয়ে পেয়েছিলেন






জনপ্রিয়তা। এরপর সিনেমায় এসে নিজেকে নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন। এ পর্যন্ত বেশ কয়েকটি






সিনেমায় দেখা গেছে তাকে। তবে নায়ক হিসেবে তার সাফল্য খুব একটা উল্লেখযোগ্য নয় বললেই চলে।






তিনি অধিকাংশ সময় আলোচনায় থাকেন ব্যক্তিগত জীবন তথা অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে সম্পর্কের সুবাদে।






ইনস্টাগ্রামে যশের অনুসারীর সংখ্যা ১১ লাখ। তাদের জন্য নিয়মিত ছবি-ভিডিও শেয়ার করেন তিনি। অনুসারীরাও ভালোবাসায় ভরিয়ে দেন প্রিয় তারকাকে। তবে এবার বলিউডের একজন তারকার কাছ থেকে প্রশংসা পেলেন যশ। তিনি ‘আদালত’ সিরিয়ালের কে ডি পাঠক খ্যাত অভিনেতা রনিত রায়।
সম্প্রতি সাদা টি-শার্ট, ব্লু ডেনিম জ্যাকেট আর সানগ্লাস পরে তোলা কিছু ছবি ইনস্টায় শেয়ার করেন যশ। ওই ছবির কমেন্ট বক্সেই হাজির রনিত রায়। তিনি মন্তব্য করলেন, ‘অবশ্যই তুমি এই সময়ে কলকাতার সবচেয়ে সুদর্শন নায়ক’।
রনিত রায়ের এই মন্তব্যের জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন যশ। এরপর আবারও মন্তব্য করেন রনিত। বলেন, ‘আমি লিখতে চেয়েছিলাম পুরো দেশে তুমি সবচেয়ে সুদর্শন। কিন্তু তারপর ভাবলাম, আমার বলিউডের বন্ধুরা অসন্তুষ্ট হতে পারে। ভাল থেকো।’
উল্লেখ্য, রনিত রায়ের সঙ্গেও কাজ করেছিলেন যশ। কলকাতায় ক্যারিয়ার শুরু করার পর মুম্বাইতে গিয়েও কাজ করেন তিনি। ‘বন্দিনী’ নামের একটি ধারাবাহিকে রনিত রায়ের ছেলের ভূমিকায় দেখা গিয়েছিল যশকে।