





ফেব্রুয়ারিতে ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। এর মধ্যে স্কুলে ভর্তির






সব কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছেন শাবনূরের মা আমেনা খাতুন।
তিনি বলেন, শাবনূর চায় আইজান ভালোভাবে পড়াশোনা করুক। পরিবারের মুখ উজ্জ্বল করুক।
তবে একসময় শাবনূর চেয়েছিলেন একমাত্র ছেলে আইজান নেহান বাংলাদেশে পড়াশোনা করুক। বারিধারার সিডনি ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করারও সিদ্ধান্ত নিয়েছিলেন। স্কুলটির অন্যতম উপদেষ্টা তিনি।
কিন্তু হঠাৎ সিদ্ধান্ত বদলেছেন শাবনূর।
এখন অস্ট্রেলিয়ায় ছোট বোন ঝুমুরের কাছে রেখে আইজানকে পড়াতে চান তিনি।