





টেলিভিশন মিডিয়ার সাড়া জাগানো মডেল-অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী। নাটক ও বিজ্ঞাপনে






ব্যাপক চাহিদাসম্পন্ন ছিলেন তিনি। ‘রং নাম্বার’সিনেমায় অভিনয় করে চলচ্চিত্রেও করেছিলেন বাজিমাৎ।






ক্যারিয়ারে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে নেন তিনি। বর্তমানে






দুই মেয়ে রাবিয়া আলম ও আরিশা আলমকে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন জনপ্রিয় এই পর্দা মুখ।
সম্প্রতি মেয়েদের সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন তিনি। জানালেন, গত ১৯ ফেব্রুয়ারি এসেছেন। দুই মেয়েকে নিয়ে খুব কম সময়ই থাকবেন এখানে। আবারও যুক্তরাষ্ট্রে ফেরত যাবেন।
সন্তানদের সঙ্গে কিভাবে সময় কাটে? জানতে চাইলেন শ্রাবন্তী জানান, আমি দীর্ঘদিন ধরেই আমেরিকাতে বসবাস করি। সেখানে আমরা তিনজন ছাড়া তো আর কেউ নেই। তাদের ঘিরেই আমার সময় কাটে।
প্রবাসে একজন সিঙ্গেল মাদারের চ্যালেঞ্জ কতটুকু? এই অভিনেত্রীর ভাষায়, সবকিছু একা করতে হয়। আমি ওদের মা আমিই বাবা। তাদের দেখাশোনা, পড়াশোনা নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয়। ওয়ালমার্টে কাজ নিয়েছিলাম, কিন্তু ভালো না লাগায় ছেড়ে দিয়েছি। মেডিকেল সহকারীর স্বল্পমেয়াদী একটি কোর্স শেষ করলাম। করোনা গেলে কাজে যোগ দেওয়ার ইচ্ছা আছে।
২০১০ সালে বিয়ে করেন শ্রাবন্তী ও খোরশেদ আলম। তাদের সংসারে দুটি কণ্যা সন্তান রয়েছে। কিন্তু ২০১৮ সালে বিচ্ছেদের পথে হাটেন এই জুটি।
নতুন জীবনসঙ্গী আসার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে শ্রাবন্তী জানান, কেন? কিসের জন্য? না…না…। সন্তানদের নিয়েই বেশ সুখে আছি, নতুন করে জীবনসঙ্গী নিয়ে ভাবার দরকার নেই।