





বিনোদনজগতে আসার পর থেকেই নিজের জন্মদিনটা প্রতিবছরই জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপন করেন






পরীমনি। পাঁচ তারকা হোটেলের আলো ঝলমলে পরিবেশে একেক বছর থিমের পোশাকে অনুষ্ঠানে হাজির হয়ে সবাইকে চমকে দেন এই ঢালিউড তারকা।
আগামী ২০ অক্টোবর পরীমনির জন্মদিন। এবার আরও বড় পরিসরে জন্মদিন অনুষ্ঠানের পরিকল্পনা করছেন তিনি। স্পনসর নিয়ে এবার জন্মদিন উদ্যাপনের কথা ভাবছেন পরীমনি। বলেন, ‘যে হোটেল স্পনসর করবে, সেখানেই উৎসবটি করব।’
কিন্তু স্পনসর কেন?
পরীমনি বলেন, ‘কারণ, প্রতিবছর নিজের টাকায় জন্মদিন করেও কিছু মানুষের কথা শুনতে হয়। এত টাকা আমি কোথা থেকে পাই, এই সব নানা অবান্তর কথা। তাই সিদ্ধান্ত নিয়েছি, স্পনসর নিয়ে এবার জন্মদিন করব। এবার আরও ফাটিয়ে উৎসব করব।’ পরী জানালেন এবারের ভেন্যুর সাজসজ্জা কেমন হবে, কেমন হবে তাঁর জন্মদিনের পোশাক—এসব নিয়ে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে।