Home / মিডিয়া নিউজ / এবার আরও ফাটিয়ে জন্মদিনের উৎসব করব: পরীমণি

এবার আরও ফাটিয়ে জন্মদিনের উৎসব করব: পরীমণি

বিনোদনজগতে আসার পর থেকেই নিজের জন্মদিনটা প্রতিবছরই জাঁকজমকপূর্ণভাবে উদ্‌যাপন করেন পরীমনি।

পাঁচ তারকা হোটেলের আলো ঝলমলে পরিবেশে একেক বছর থিমের পোশাকে অনুষ্ঠানে হাজির হয়ে সবাইকে চমকে দেন এই ঢালিউড তারকা।

আগামী ২০ অক্টোবর পরীমনির জন্মদিন। এবার আরও বড় পরিসরে জন্মদিন অনুষ্ঠানের পরিকল্পনা

করছেন তিনি। স্পনসর নিয়ে এবার জন্মদিন উদ্‌যাপনের কথা ভাবছেন পরীমনি। বলেন, ‘যে হোটেল স্পনসর করবে, সেখানেই উৎসবটি করব।’

কিন্তু স্পনসর কেন? জানতে চাইলে পরীমনি বলেন, ‘কারণ, প্রতিবছর নিজের টাকায় জন্মদিন করেও কিছু মানুষের কথা শুনতে হয়। এত টাকা আমি কোথা থেকে পাই, এই সব নানা অবান্তর কথা। তাই সিদ্ধান্ত নিয়েছি, স্পনসর নিয়ে এবার জন্মদিন করব। এবার আরও ফাটিয়ে উৎসব করব।’

পরী জানালেন এবারের ভেন্যুর সাজসজ্জা কেমন হবে, কেমন হবে তাঁর জন্মদিনের পোশাক—এসব নিয়ে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে।

গত সপ্তাহেই সিনেমার কাজে যোগ দিয়েছেন পরীমনি। ‘মুখোশ’-এর ডাবিংয়ে অংশ নেন। দুই দিন কাজের পর অসুস্থ হয়ে পড়েন। এর পর থেকে বাসায় বিশ্রামে আছেন তিনি।

পরীমনি জানালেন, ‘আর ৪০ মিনিটের ফুটেজের ডাবিং করলেই “মুখোশ” ছবিতে আমার অংশের কাজ শেষ হয়ে যেত। অসুস্থতার কারণে শেষ করতে পারিনি।’

এখন শরীরের অবস্থা কী জানতে চাইলে পরীমনি বলেন, ‘কয়েক দিন আগে করোনা ও ডেঙ্গু পরীক্ষা করেছি। মঙ্গলবার পরীক্ষার ফল হাতে পেয়েছি। শরীরে এসবের সমস্যা নেই। এটি মৌসুমি জ্বর। সপ্তাহখানেক বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন চিকিৎসক।’

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মা.দক.দ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র‍্যাব সদর দফতরে। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।

১ সেপ্টেম্বর ২৭ দিনের জেল ও রিমান্ড-জীবন কাটিয়ে জামিনে মুক্ত হন পরীমণি।

About Sayma

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.