





সুশান্ত সিং রাজপুতের আ’ত্মহ’ত্যার ঘটনায় নড়েচড়ে বসে বলিউড। নেপোটিজম ইস্যুকে কেন্দ্র করে






বইতে থাকে তুমুল সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রোশের মুখে পড়েছেন বলিউডের প্রথম সারির তারকারা।






নির্মাতা করণ জোহরের আলিয়া ভাটের ক্যারিয়ার গড়ে দেওয়ার অভিযোগ থেকে মহেশ ভাটের সুশান্ত






সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতা, সবটাই আলোচিত ও সমালোচিত। তাই রোশ থেকে বাদ পড়লেন না আলিয়া ভাট ও তাঁর বোন শাহিন ভাট।
মূলত শাহিনের সোশাল মিডিয়া অ্যাকাউন্টেই আসছে একের পর এক খু’ন ও ধ’র্ষনের হু’মকি। এবার সেই স্ক্রিনশট শেয়ার করেই আইনি পথে চলার হুঁশিয়ারি দিলেন মহেশ কন্যা শাহিন।
সোশাল মিডিয়ায় তিনি আর কোন অ’প্রীতিকর মেসেজ পেলে প্রথমেই সেই ব্যক্তিকে প্রকাশ্যে আনবেন এবং তাঁর বিরু’দ্ধে রিপোর্ট করবেন বলে জানান শাহিন। তিনি লেখেন, ”আইনি মাধ্যমেই আমি এগোব, প্রয়োজনে আইনি পদক্ষেপ নেব।”